for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ১৩:২৫:৫৮
টানা চার ম্যাচ জিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শেষ চার নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালওয়াস। আজ (বৃহস্পতিবার) সকালে অনুষ্ঠিত খেলায় বার্বাডোজ ট্রাইডেন্টসকে ৩৬ রানে হারিয়েছে সাকিবের দল। এদিন দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হয়ে শূন্য রানে ফিরে যান সাকিব। ম্যাচে বোলিংও করেননি তিনি।
কিংসটনের স্যাবাইনা পার্কে টস জিতেছিল বার্বাডোজ ট্রাইডেন্টসই। আর বৃষ্টি বিঘ্নিত ম্যাচটির পরিধি দাঁড়ায় ১৮ ওভারে। ওই ম্যাচেই তারা ব্যাট করার আমন্ত্রণ জানায় গেইল-সাকিব-সাঙ্গাকারার দল জ্যামাইকাকে। ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য গেইলের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে যায় জ্যামাইকা। দলীয় ২২ রানে ব্যক্তিগত ৮ রানে আউট হয়ে যান তিনি।
এরপর চাডউইক ওয়ালটনকে নিয়ে জুটি বাধেন সাঙ্গাকারা এবং শুরু করেন ঝড় তোলা। দু‘জন মিলে গড়েন ১২৭ রানের জুটি। মাত্র ৩১ বলে ৫০ রান করে আউট হয়ে যান সাঙ্গাকারা।
ব্যক্তিগত ৯৭ রানের মাথায় এসে আউট হয়ে যান সেঞ্চুরির অপেক্ষায় থাকা চাডউইক ওয়ালটন। ৫৪ বল খেলে ৯টি বাউন্ডারি এবং ৫টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। ঝড় তুলেছিলেন রোভমান পাওয়েলও। ১৪ বলে অপরাজিত ৩৪ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল স্কোর গড়ে সাকিব-গেইলদের দল।
জবাবে শুরু থেকে উইকেট হারাতে থাকে বার্বাডোজ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন নিকোলাস পোরান। ১৭.৪ ওভারে ১৫৯ রানে অলআউট হয় বার্বাডোজ। ফলে ৩৬ রানের জয় পায় সাকিবের দল। জ্যামাইকার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ডেল স্টেইন।
এ নিয়ে ঘরের মাঠে টানা চতুর্থ ম্যাচে জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষেই রইল দলটি। ৮ ম্যাচে ৬ জয়ে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।
For add
For add
For add
For add
for Add