for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ জুলাই ২০১৬, বুধবার, ১৯:৪৭:২২
টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি আজ (বুধবার) একই দিনে শুরু হয়েছে প্রিমিয়ার লিগে নিষিদ্ধ বোলিং অ্যাকশনের অভিযোগে অভিযুক্ত বোলারদের নিয়ে রিভিউ কমিটির কার্যক্রম। প্রথম দিনে রিভিউ কমিটির কাছে পরীক্ষা দিয়েছেন নাঈম ইসলাম জুনিয়র এবং অমিত কুমার নয়ন। পরীক্ষায় কেউ অকৃতকার্য হলে দ্বিতীয় ধাপে তাদের নিয়ে কাজ করবে রিভিউ কমিটি।
নাঈম এবং নয়নের পরীক্ষার পর জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ নাসু সাংবাদিকদের বলেন, ‘আমরা মূলত ওদের বোলিং অ্যাকশনের ভিডিও করেছি। ভিডিও ক্যামেরা ব্যবহার করে ছয়দিক থেকে ছয় আঙ্গেলে আমরা ওদের বোলিংগুলো ভিডিও করেছি। তারপরে আমরা বিভিন্নভাবে মূল্যায়ন করবো।’
নাসির আহমেদ আরও জানান, ‘যত রকম ভেরিয়েশন আছে, যত রকম স্টক বল আছে সব রকম বোলিংয়ে ভিডিও নেওয়া হয়েছে। ফলাফল আপাতত খালি চোখে বলা যাবে না। পরে সফটওয়্যারের সহায়তা নিয়ে অ্যাসেসমেন্ট করে জানানো হবে।’
উল্লেখ্য প্রিমিয়ার লিগে মোট ১১ জন বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। নাঈম ও নয়ন ছাড়া অন্যরা হলেন, শেখ জামালের বাঁহাতি স্পিনার আরাফাত সানি, ব্রাদার্সের অফ স্পিনার সঞ্জিত সাহা, গাজী গ্রুপ ক্রিকেটার্সের অফ স্পিনার মুস্তাফিজুর রহমান, বাঁহাতি স্পিনার মইনুল ইসলাম, প্রাইম দোলেশ্বরের বাঁহাতি স্পিনার রেজাউল কবির রাজিব, কলাবাগান ক্রীড়া চক্রের অফ স্পিনার শরিফুল্লাহ, লেজেন্ডস অব রূপগঞ্জের অফ স্পিনার আসিফ আহমেদ রাতুল, মোহামেডানের বাঁহাতি স্পিনার ফয়সাল হোসেন ডিকেন্স ও সিসিএসের ডানহাতি পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের অ্যাকশন।
For add
For add
For add
For add
for Add