for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ জুলাই ২০১৬, সোমবার, ২০:২৩:৫৬
ইংল্যান্ড সিরিজ সামনে রেখে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে বুধবার। জাতীয় দলের ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ছুটি থেকে না ফেরায় স্থানিয় ট্রেনারদের অধীনেই চলবে প্রাথমিক স্কোয়াড়ে থাকা ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং। জানা গেছে মারিও ভিল্লাভারায়নের অনুপস্থিতিতে বিসিবির ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলামের তত্বাবধানে চলবে মাশরাফিদের ট্রেনিং। আরেক ট্রেনার তুষার কান্তি হালদার থাকবেন তাঁর সহযোগী হিসেবে।
জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও রয়েছেন ছুটিতে। তবে ক্যাম্প শুরুর কিছু দিনের মধ্যেই ফিরবেন তিনি। এদিকে ভিল্লাভারায়ন প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ‘ওর একটু পারিবারিক ঝামেলা আছে।এছাড়া গুলশানে হামলার পর স্বাভাবিক ভাবেই একটু ভড়কে গেছে। বিদেশি স্টাফদের মধ্যে একমাত্র সে-ই পরিবার নিয়ে থাকত ঢাকায়। এখন এই পরিস্থিতিতে পরিবারকে বোঝানোর ব্যাপার আছে। তবে সে ফিরবে অবশ্যই। সুনির্দিষ্ট তারিখ ঠিক না হলেও ক্যাম্প শুরুর দু-চারদিনের মধ্যে ফিরবে আশা করি।’
For add
For add
For add
For add
for Add