for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ জুলাই ২০১৬, সোমবার, ১৭:২৩:১৯
ইতিহাসের প্রথম লেগ স্পিনার হিসেবে লর্ডস টেস্টে ১০ উইকেট পেয়েছিলেন ইয়াসির শাহ। ২০ বছর পর পাকিস্তানের লর্ডস জয়ের নায়ক তিনিই। সেই ইয়াসির শাহ এবার ওঠে এলেন টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষে। ১১ বছর পর কোন লেগ স্পিনার হলেন বিশ্বসেরা।
লর্ডস টেস্টে ইয়াসির শাহ অতিতের অনেক স্মৃতিই মনে করিয়ে দিয়েছেন ক্রিকেট রোমান্টিকদের। ২০ বছর আগের মুশতাক আহমেদ যাদের অন্যতম। সেবার মুশতাক নৈপুন্যে লর্ডস জিতেছিল পাকিস্তান। ২০ বছর পর যখন ক্রিকেটের তীর্থ ভূমিতে আরও একটি জয়ের দেখা পেল মিসবাহ-উল-হকের দল, তখনও নায়ক এক লেগ স্পিনার- ইয়াসির শাহ। মুশতাক আহমেদের পর টেস্ট র্যাংকিংয়ের চূড়ায় ওঠা প্রথম পাকিস্তানিও ইয়াসিরই।
ইয়াসির শাহ মনে করিয়ে দিলেন শেন ওয়ার্নকেও। ২০০৫ সালে ওয়ার্নের পর কোন লেগির এই প্রথম র্যাংকিংয়ের চূড়ায় ওঠা। এর আগে র্যাংকিংয়ের শীর্ষে থাকা বোলার জেমস অ্যান্ডারসন লর্ডস টেস্টে ছিলেন না। চারে থাকা ইয়াসির শাহর পারফরমেন্সও ছিল সবাইকে ছাপিয়ে যাওয়ার মতই। আর তাতেই শীর্ষ স্থানটা নিজের করে নিলেন ইয়াসির।
১৩ টেস্ট খেলা ইয়াসিরের মোট উইকেট সংখ্যা ৮৬।
For add
For add
For add
For add
for Add