for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ জুলাই ২০১৬, শনিবার, ১৭:৪৮:১৪
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভেঙ্গেছিলেন শচিন টেন্ডুলকারের রেকর্ড। ভারতীয় কিংবদন্তিকে পিছনে ফেলে সবচেয়ে কম বয়সে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শের নতুন রেকর্ড গড়েন অ্যালিস্টার কুক। ইংলিশ ওপেনার এবার পেছনে ফেললেন আরেক ভারতীয়, সর্বকালের সেরা ওপেনারদের একজন বলে বিবেচিত সুনিল গাভাস্কারকে। ওপেনার হিসেবে টেস্টে সর্বাধিক রান এখন কুকের, পেছনে গাভাস্কার।
গতকাল (শুক্রবার) লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে গাভাস্কারকে ছাড়িয়ে যান কুক। ৮১ রান করে আউট হওয়ার আগে এই ইতিহাস গড়েন তিনি। ওপেনার হিসেবে কুকের রান এখন ৯ হাজার ৬৩০। গাভাস্কার করেছেন ৯ হাজার ৬০৭ রান।
গাভাস্কারকে টপকাতে ১৬ ইনিংস বেশি লেগেছে কুকের। গাভাস্কার ওই রান করেছিলেন ২০৩ ইনিংসে। কুকের লেগেছে ২১৯ ইনিংস। ওপেনার হিসেবে গাভাস্কারের গড় ৫০.২৯, কুকের ৪৬.৫২।
For add
For add
For add
For add
for Add