for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ১১:১৫:১৩
আলোচিত ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার) বিকেলে। লর্ডসের এ টেস্ট সিরিজে আলোচনার কেন্দ্রে পাকিস্তানের মোহাম্মদ আমির-২০১০ সালে এই ভেন্যুতেই স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকেই নির্বাসনে চলে গিয়েছিলেন পাকিস্তানি এ বোলার। দীর্ঘ ৬ বছর পর সেই ভেন্যুতেই টেস্ট ক্রিকেট শুরু করছেন আমির। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বিকেল ৪ টায়।
দু’দলই দৃঢ় প্রতিজ্ঞ জয়ের ব্যাপারে। পাকিস্তানের ওয়াহাব রিয়াজ বলে দিয়েছেন,‘আমরা এই টেস্টটা জিততে চাই। এ ছাড়া ভিন্ন কিছু ভাবছি না। দলের সব খেলোয়াড়ই একই চিন্তা করছেন।’
এই টেস্টে খেলার সম্ভাবনা নেই ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের। সে কথাই উল্লেখ করলেন অ্যালিস্টার কুক। তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে জিমি এই টেস্টে খেলতে পারছেন না। আমরা তাকে মিস করবো। তবে জ্যাকের জন্য এটা বড় একটা সুযোগ। আমাদের বোলার এবং ব্যাটসম্যানরা সুযোগ কাজে লাগানোর জন্য মুখিয়ে আছে।’
মিসবাহ আবার এটাকে নিজেদের পক্ষে টেনে বলেন, ‘ইংল্যান্ড তাদের মূল একজন বোলারকে মিস করাটা আমাদের জন্যই সুবিধাজনক দিক। আমরা প্রস্তুত। প্রস্তুতিও হয়েছে অনেক ভালো। সবাই ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে।’
ইংল্যান্ড (সম্ভাব্য একাদশ): অ্যালিস্টার কুক (অধিনায়ক), আলেক্স হেলস, জো রুট, জেমস ভিন্স, গ্যারি ব্যালান্স, জনি ব্যারেস্ট, মঈন আলি, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক বাল, স্টিভেন ফিন।
পাকিস্তান (সম্ভাব্য একাদশ): মোহাম্মদ হাফিজ, শান মাসুদ, আজহার আলি, ইউনিস খান, মিসবাহ-উল হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, রাহাত আলি/ইমরান খান, ইয়াসির শাহ।
For add
For add
For add
For add
for Add