for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ জুলাই ২০১৬, মঙ্গলবার, ১৯:২৮:২১
ট্রান্সফার ফি সংক্রান্ত ঝামেলায় ছিলেন বার্সেলোনার তারকা নেইমার৷ বার্সেলোনা অবশ্য কিছু দিন আগে নেইমারের কর ফাঁকি সংক্রান্ত ঝামেলা চুকিয়ে ফেলার জন্য ৫৫ লক্ষ ইউরো জরিমানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তিও সেরেছে দলটি। তবে এই বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন ব্রাজিলের তারকা৷ পাশাপাশি বার্সেলোনা তারকা আশা দ্রুতই সব সমস্যার সমাধানও হয়ে যাবে, ফুটবলে আরও মনোযোগ দিতে পারবেন তিনি।
ব্রাজিলের তারকা ফুটবলার বলেন,‘আমি দোষের কিছুই করিনি। আমি অপরাধী নই। দুর্ভাগ্যবশত কিছু লোক সবসময় বিতর্ক তৈরির চেষ্টা করে। আমি জানি না, তাদের কাছে সঠিক তথ্যটা নেই, নাকি তাদের উদ্দেশ্য বাজে। অবশ্য এটা আমার কাছে কোনও ব্যাপার না। দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি নিশ্চিত এগুলো আমাকে আর বিরক্ত করবে না।’
For add
For add
For add
For add
for Add