for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন ২০১৬, বৃহস্পতিবার, ১৭:৪৪:৩৮
অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক এই দলে রয়েছে বেশ কিছু চমক। দীর্ঘদিন পর ডাক পেয়েছেন জাতীয় দলের সাবেক সহ-অধিনায়ক শাহরিয়ার নাফীস, সোহরাওয়ার্দী শুভ ও রকিবুল হাসান। এছাড়া অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আরাফাত সানি ও তাসকিন আহমেদকেও রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াড়ে।
শাহরিয়ার নাফীস ও রকিবুল হাসান সর্বশেষ ২০১৩ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রাথমিক স্কোয়াডে ছিলেন। এবারের প্রিমিয়ার লিগে ভালো খেলার ফল হিসেবেই প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে এই দুই ব্যাটসম্যানকে। প্রিমিয়ার লিগে রকিবুল হাসান ছিলেন সর্বোচ্চ স্কোরার। ১৬ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৫ টি হাফ সেঞ্চুরি সহ ৭১৯ রান করেন এই ডানহাতি। অপরদিকে শাহরিয়ার নাফীসের রান ১০ ম্যাচে ৩৫০। ১টি শতক ও অর্ধশত রানের ইনিংস খেলেছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ২০১৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিলেন এই বা-হাতি। সর্বশেষ ওয়ানডে তারও দুই বছর আগে। রকিবুল হাসান ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের পর আর দলে ডাক পাননি।
প্রিমিয়ার লিগে ভালো খেলে যায়গা করে নেওয়ার তালিকায় আছেন মোসাদ্দেক হোসেনও। আবাহনী লি. এর হয়ে এবারের লিগে ব্যাটে-বলে দারুন করেছিলেন এই অল-রাউন্ডার। এছাড়া রুবেল হোসেন ও শফিউল ইসলাম ডাক পেয়েছেন প্রাথমিক দলে।
৩০ সদস্যের স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, জুবায়ের হাসেন, মাশরাফি বিন মুর্তজা, মুকতার আলী, কামরুল ইসলাম রাব্বী, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
For add
For add
For add
For add
for Add