for Add

বিপিএলের টাইটেল স্পন্সর জেবি গ্রুপ

BPL-Signing-1২৪ জুলাই শুরু হতে যাওয়া পেশাদার ফুটবল লিগ- বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হয়েছে জজ ভুঁইয়া গ্রুপ (জেবি গ্রুপ)। এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আজ (বুধবার) সাইফ গ্লোবাল স্পোর্টের সঙ্গে জজ ভূইয়া গ্রুপের চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদী, সাইফ গ্লোবাল স্পোর্টস লি. এর চেয়ারম্যান তরফদার মো.  রুহুল আমিন, জাজ ভূইয়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক- ইঞ্জিনিয়ার ফয়জুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া বাফুফের সহ-সভাপতি মাহিউদ্দিন আহমেদ মাহি, কার্য নির্বাহী কমিটির দুই সদস্য- শওকত আলী জাহাঙ্গির ও জাকির হোসেন চৌধুরী সহ স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সারা দেশে ফুটবলকে ছড়িয়ে দিতে পেশাদার ফুটবল লিগ এবার দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। এর আগে ১৮ জুলাই হোটেল সোনারগাঁয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিপিএলের লোগো ও ট্রফি উন্মোচন করা হবে। সঙ্গে থাকবে ১২ ক্লাবের ব্র্যান্ডিং অনুষ্ঠান। যে অনুষ্ঠানটি ঘরোয়া ক্রীড়ার এযাবৎ কালের সবচেয়ে বড় এবং জমকালো হবে বলে আশা তরফদার রুহুল আমিনের। ২০ জুলাই চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। মূলত উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠ খেলার উপযুক্ত করার জন্য যাতে পর্যাপ্ত সময় পাওয়া যায় একারনে খেলা মাঠে গড়ানোর চারদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

BPL-Signing-2সংবাদ সম্মেলনে সাইফ গ্লোবাল স্পোর্টস লি. এর চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘ফুটবলকে কমার্শিলাইজ করতে পারলে ফুটবলের উন্নতি হবে। ফুটবলে উন্নতি করতে হলে প্রচুর অর্থ প্রয়োজন। ফুটবল ফেডারেশন, সরকার, এএফসি, কিংবা ফিফা কারও একার পক্ষে এর উন্নতি সম্ভভ নয়। সারা পৃথিবীতে সমষ্টিগত ভাবেই ফুটবল এগিয়ে যায়। আমাদের দেশে বিভন্ন কারনে সেই কমার্শিলাইজনটা দেখা যায়নি। এই জিনিসটাকে আমরা প্রজেক্ট হিসেবে হাতে নিয়েছি।’

জজ ভুঁইয়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান ভুঁইয়া বলেন, ‘বাংলাদেশের প্রাণ প্রিয় খেলা ফুটবলকে আকর্ষণিয়, মনমুগ্ধকর ও উন্নত করাই আমাদের চাওয়া। আমরা জজ ভুঁইয়া গ্রুপ অনেক আগে থেকেই খেলাধূলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে আসছি। ক্রিকেটে বিপিএলের দুটি দলের সঙ্গেও যুক্ত ছিলাম আমরা। এবার ফুটবলের সঙ্গে যুক্ত হতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি।’

BPL-Signing-3সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জজ ভুঁইয়া গ্রুপ এবং সাইফ গ্লোবাল স্পোর্টসকে ধন্যবাদ জানান, ‘আমি ধন্যবাদ জানাই জজ ভ’ইয়া গ্রুপকে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হওয়ার জন্য। তরফদার রুহুল আমিন সাহেবকে অভিন্দন এত তারাতারি টাইটেল স্পন্সর খুঁজে বের করার জন্য। ভাবিষ্যতে যাতে এ ধরণের স্পন্সর আরও আসে এর জন্য খেলোয়াড়দের মাঠে ভালো খেলতে হবে। আমাদের সময়ে আটটা লিগ হয়েছে। আমরা আশা করি সামনের চার বছরও সেই ধারাবাহিকতা থাকবে। আমরা সবাই এক সঙ্গে কাজ করলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব।’

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদীর আশা নতুন আঙ্গিকে শুরু হতে পেশাদার লিগ মাঠে দর্শক ফিরিয়ে আনতে সক্ষম হবে, ‘আমাদের সময়ে আমরা সফল ভাবে আটটি পেশাদার লিগ করেছি। তবে দর্শককে মাঠে আনতে পারিনি। যে সংকট কাটাতে পেশাদার লিগের নবম আসরটি ভিন্ন ভাবে আয়োজনের চিন্তা করেছি। যে সাতটি ভেন্যু নির্বাচন করা হয়েছে আমরা যদি এর সব গুলোতে খেলা ভালোভাবে আয়োজন করতে পারি তহলে আমার বিশ্বাস, সব ভেন্যুতে উপচে পড়া দর্শক আসবে।’

সব সংবাদ

বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল শেখ জামালের জন্মদিনে ক্রীড়া মন্ত্রীর ক্রীড়া সামগ্রী বিতরণ জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা  কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান ২০ বছর পর ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু স্টেডিয়াম লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add