for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ জুন ২০১৬, মঙ্গলবার, ২১:৩৮:০৮
গত ১৮ মাস ভারতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন রবি শাস্ত্রী। প্রধান কোচ হওয়ার স্বপ্ন নিয়ে আবেদনও জানিয়েছিলেন তিনি। কিন্তু কোচ নিয়োগের ক্ষেত্রে সৌরভ, শচিন, লক্ষণদের নিয়ে গড়া কমিটি তাঁকে নিয়োগ না দিয়ে কোচ হিসেবে বেছে নিয়েছেন অনিল কুম্বলেকে। কুম্বলের কাছে এই হার একদমই মেনে নিতে পারেননি রবি শাস্ত্রী। তার পর থেকেই তিনি প্রতিদিন কোনও না কোনও ভাবে আঙুল তুলছেন সৌরভ গাঙ্গুলির দিকে।
শাস্ত্রীর মতে, সৌরভ চাননি তাঁকে। ঘুরিয়ে তিনি বারবার এমনই বলতে চেয়েছেন। রবি শাস্ত্রীর প্রেজেন্টেশনের সময় নাকি ছিলেন না সৌরভ। সেই সময়ই নিজের বই প্রকাশের অনুষ্ঠানে চলে গিয়েছিলেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক। শচিন, লক্ষ্মণ ও বিসিসিআই সচিব সঞ্জয় জাগদালের সামনে ভিডিও কনফারেন্সে ইন্টারভিউ দেন শাস্ত্রী। তিনি বলেন, ‘আমি এটাই বলতে পারি আমার ইন্টারভিউয়ের সময় সৌরভ ছিল না। আপনাদের ওর কাছে জানতে চাওয়া উচিত ওর আমার সঙ্গে কী সমস্যা।’
For add
For add
For add
For add
for Add