for Add
নিজস্ব প্রতিবেদক : ২৫ জুন ২০১৬, শনিবার, ২১:১৬:৫৫
হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ২৪ জনের স্কোয়াড ঘোষণা করে তারা। আগামী ১৭ জুলাই থেকে বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে শুরু হবে এ ক্যাম্প।
আটজন ব্যাটসম্যান, তিনজন অলরাউন্ডার, দুইজন উইকেটরক্ষক ও ১১ জন বোলারসহ মোট ২৪ জন ডাক পেয়েছেন হাই পারফরম্যান্স ক্যাম্পে। আগামী ১৬ জুলাই তালিকায় থাকা খেলোয়াড়দের জাতীয় একাডেমিতে রিপোর্ট করতে হবে।
উল্লেখ্য, কিছুদিন আগেই এ ক্যাম্পের জন্য নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান সাইমন হেলমেট। তিন মাস পর্যন্ত এ দায়িত্ব দেয়া হয়েছে ৪৪ বছর বয়সী এই কোচকে।
হাই পারফরম্যান্স ইউনিটের(এইচপি) স্কোয়াড
উদ্বোধনী ব্যাটসম্যান: সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, আব্দুল মজিদ; মিডেল অর্ডার ব্যাটসম্যান: মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আল-আমিন, তসামুল হক; স্পিন বোলার: সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলাইন সজীব; অলরাউন্ডার: মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, আলাউদ্দিন বাবু; পেস বোলার: আসিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাশীষ রয়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, এবাদত হোসেন চৌধুরী; উইকেটরক্ষক: ইরফান শুক্কুর, জাকির হাসান।
For add
For add
For add
For add
for Add