for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ জুন ২০১৬, শুক্রবার, ১৭:৩২:২৮
মুস্তাফিজ কাউন্টি ক্রিকেটে খেলবেন কিনা এব্যাপারে বিসিবি থেকে এখনও কোন কিছু পরিস্কার করা না হলেও, সাসেক্স কোচ মার্ক ডেভিস দাবি করেছেন ঈদের পরই নাকি সাসেক্সে যোগ দিতে যাচ্ছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ। ব্রিটেনের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সাসেক্স কোচ বলেন, ‘১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের বিপক্ষে খেলবে সাসেক্স। ওই ম্যাচেই মুস্তাফিজের অভিষেক হতে পারে।’
আইপিএল থেকে দেশে ফেরার পর পূনার্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন মুস্তাফিজ। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে পুরোপুরি মাঠের বাইরে থাকার পর গতকালই (বৃহস্পতিবার) প্রথম নেটে বোলিং অনুশিলন করতে দেখা গেছে মুস্তাফিজকে। মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজনের থেকে বেশি লাগছে উল্লেখ করে ডেভিস বলেন, ‘ফিজকে বোঝা আসলে অনেক কঠিন। আইপিএলের পর ওর পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজনের চেয়েও বেশি সময় নিচ্ছে। তাছাড়া একবার বাড়ি ফিরে আবার ছেড়ে আসাটাও তার জন্য অনেক কঠিন।’
উল্লেখ্য, আইপিএল শেষ করেই সাসেক্সের হয়ে খেলতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজের। মুস্তাফিজকে পাওয়ার ব্যাপারে মুগ্ধতা প্রকাশ করতেও ভুলেন নি ডেভিড, ‘ এটা সত্যিই দারুণ ব্যাপার যে, সে অবশেষে আমাদের সঙ্গে যোগ দেবে। এই মুহূর্তে ও সবচেয়ে রোমাঞ্চকর ও অপ্রথাগত বোলারদের একজন। ও যদি ইংল্যান্ডে এসে খেলে আমাদের জন্য উপকার তো হবেই, ওর জন্যও ভালো হবে।’
For add
For add
For add
For add
for Add