for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ জুন ২০১৬, বৃহস্পতিবার, ২১:০০:২৮
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করে ঢাকায় এসেছেন বেলজিয়ামের টম সেইন্টফিট। তিনি আজ(বৃহস্পতিবার) বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাত করে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। বিকালে দেখেছেন আরামবাগ ও বিজেএমসির মধ্যেকার ফেডারেশন কাপ ফুটবলের সেমিফানাল। আগামীকাল (শুক্রবার) দেখবেন আবাহনী ও শেখ রাসেলের মধ্যেকার দ্বিতীয় সেমিফাইনাল। দেখবেন ২৭ জুন অনুষ্ঠিতব্য ফাইনালও। বাফুফে ও এ বেলজিয়ান পরস্পার কথা বললেও এখনো চূড়ান্ত কিছু হয়নি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের সম্ভাব্য এ কোচ মিডিয়ার সঙ্গে কথাও বলেছেন।
বাংলাদেশের কোচ হতে কেন আগ্রহী তার ব্যাখ্যাও দিয়েছেন ৪৩ বছর বয়সী এ বেলজিয়ান‘এশিয়ার এই অঞ্চলের ফুটবল নিয়ে কাজ করার আগ্রহ আমার। তাই এ দেশে এসেছি সবকিছু দেখতে।’
ফুটবল খেলেছেন ১৯৮৩-৯৭ পর্যন্ত। বেলিজিয়ামের এফসি বুম ক্লাবে কাটিয়েছেন বেশ কয়েক বছর। ৬টি জাতীয় দলের কোচ ছিলেন। এর মধ্যে এশিয়ার দেশ শুধু ইয়েমেন (২০১২-১৩)। গত এপ্রিল পর্যন্ত সর্বশেষ কোচ ছিলেন টোগোর।
এর আগে ছিলেন নামিবিয়া (২০০৮-১০), ইথিওপিয়া (২০১১), জিম্বাবুয়ের (২০১০) কোচ। সেইন্টফিটের মনে করেন ফুটবলে বাংলাদেশের সম্ভাবনা আছে ‘বাংলাদেশের কোচ হতে চাওয়ার অনেক কারণ আছে। দলটির অনেক সম্ভাবনা আছে এবং আমি যতদূর জানি, সাফ ফুটবলের মতো আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাম্প্রতিক ফল ভালো নয়। ২০১০ ও ২০১২ সালের (সাফ) ফল ভালো হয়নি কিন্তু বাংলাদেশের মেধা আছে। এই দলটাকে বদলানোর জন্য এবং এশিয়ান কাপ বাছাইয়ে ভালো ফল এনে দেওয়ার জন্য আসতে পারলে আমি খুশি হব।’
For add
For add
For add
For add
for Add