for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ জুন ২০১৬, বৃহস্পতিবার, ২০:৩৪:৫৫
আইপিএল শেষ করে দেশে ফেরার পর ক্রিকেট থেকে একেবারেই দূরে ছিলেন বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। যে কারনে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার কথা থাকলেও যাওয়া হয়নি এই তরুণের। একই কারনে প্লেয়ার্স বাই চয়েজে মুস্তাফিজকে কিনলেও এক ম্যাচের জন্য তাকে দলে পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব লি.। তবে এই মূহুর্তে সুখের খবর হচ্ছে, নেটে বোলিং করতে শুরু করছেন কাটার মাস্টার।
মিরপুর শেরে বাংলা জতীয় স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠের নেটে আজ (বৃহস্পতিবার) বিসিবির হাই পারফরম্যান্স রিহ্যাবিলিটেশন ম্যানেজার ব্রেট হ্যারপের তত্ত্বাবধানে ৬ ওভার বোলিং করেন মুস্তাফিজ। জানা গেছে এখন থেকে আগামী কয়েকদিন নেটে বোলিং করবেন তিনি। তবে আজ বোলিং শুরু করা নিয়ে মুস্তাফিজ বা ব্রেট হ্যারপের কেউই সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি।
For add
For add
For add
For add
for Add