for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ জুন ২০১৬, বুধবার, ১৮:১৭:৪৪
দ্বি- স্তরের নির্বাচক কমিটি ঘোষণার প্রতিবাদে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাড়ানোর ঘষোণা দিয়েছিলেন ফারুক আহমেদ। তার এই ঘোষণার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ফারুক আহমেদ দায়িত্বে থাকতে না চাইলে তাকে আটকানো হবে না। এরপর থেকে চলছিল নানা জল্পনা-কল্পনা। সবার কৌতুলহ ছিল- কে হচ্ছেন নতুন প্রধান নির্বাচক। অবশেষে সেই উত্তর মিললো। আজ (বুধবার) মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিন সদস্যের নির্বাচক প্যানেল পুনর্গঠনের কথা জানান বিসিবি সভাপতি।
ফারুক আহমেদের পদত্যাগ করার ঘোষণা দেওয়ার পর তার জায়গায় প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। সাবেক এই অধিনায়ক ফারুকের সঙ্গেই নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন।
নির্বাচক প্যানেলে ফেরারো হয়েছে অধিনায়ক হাবিবুল বাশারকে। যাকে মূল নির্বাচক প্যাণেল থেকে সরিয়ে মহিলা ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিন সদস্যের প্যানেলের আরেক সদস্য- সাজ্জাদ আহমেদ শিপন।
For add
For add
For add
For add
for Add