for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ জুন ২০১৬, সোমবার, ২১:০২:২৬
দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি করায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি এখন দেশের বাইরে আছেন। ফিরেই পদত্যাগপত্র বিসিবিতে জমা দেবেন বলে মিডিয়াকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা জাতীয় ক্রিকেট দলের সাবেকে এ অধিনায়ক। যদি তিনি পদত্যাগপত্র জমা দেন তাহলে তাকে আটকাবেন না বলে জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ (সোমবার) বিকেএসপিতে আবাহনী ও রূপগঞ্জের মধ্যকার ম্যাচ দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ফারুক এখনও বোর্ডকে কিছু জানায়নি। আমার সঙ্গেও কোনও আলোচনা করেনি। তবে তার যদি এমন পদ্ধতিতে সমস্যা মনে হয়। তাহলে সে পদত্যাগ করতে পারে। তাকে আটকানোর প্রশ্নই আসে না। কোনও প্রকার আলোচনা করার ইচ্ছে আমাদের নেই। দল নির্বাচনের পর ক্রিকেট পরিচালনার স্বাক্ষর ছাড়া কখনও বের হওয়া সম্ভব নয়। এখনও ওই প্রক্রিয়াটাই আছে। শুধু নামকরণ বদলে গেছে। যে পদ্ধতিতে আমরা রেজাল্ট পেয়েছি সেটা পরিবর্তন করতে যাব কেন? যা হয়ে আসছে আমি তাই করছি। এটা কোনওমতেই নতুন কিছু না। অবশ্য একটি পার্থক্য হতে পারে। আগে পরিচালনা বিভাগের চেয়ারম্যান ছিল দূর্জয়, এখন আকরাম। কিন্তু সেটাতো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ আগে আকরামও ছিল।’
For add
For add
For add
For add
for Add