for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ জুন ২০১৬, বৃহস্পতিবার, ১৭:৫১:২৬
শচিন টেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহালির তুলনা চলছেই। তাতে বিরাটকে বার বার বিরক্তি প্রকাশ করতেও দেখা গিয়েছে। কিন্তু এই তুলনা থামেনি। বরং প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন তুলনা। এবার স্বয়ং ইমরান খান মুখ খুললেন সে বিষয়ে। তিনি আবার এগিয়ে রাখলেন বিরাট কোহালিকে, ‘ওর ট্যালেন্ট ও টেকনিককে বাইরে রেখেই বলছি ওর টেমপারামেন্ট খুব ভাল। ওর টেমপারামেন্ট শচিনের থেকে ভাল। কোহালি খুব কঠিন সময়ে নিজের খেলাটা খেলে যেতে পারে। যেটা শচিন কখনও কখনও পারেনি।’
ইমরান আরও বলেন, ‘আমার দেখা বিরাট কোহালি একজন সম্পূর্ণ ক্রিকেটার। ওর খেলায় বৈচিত্র রয়েছে। ও দুই পা ও ফিল্ডের দুই দিকেই খেলতে পারে।’
টি২০ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হার নিয়ে বলতে গিয়েও বিরাটের প্রশংসা করতে ভোলেননি ইমরান। তিনি বলেন, ‘ওই হারটা খুব দুঃখজনক ছিল। কিন্তু কোহালি দারুণ খেলেছিল। যাতে বোঝা গিয়েছিল কঠিন অবস্থায় ও কী ভাবে খেলে। ও যে কোনও প্লেয়ারের থেকেই এগিয়ে। আমি তো বলব ও সেরা আন্তর্জাতিক প্লেয়ার। যে কোনও ম্যাচে ওকে নামিয়ে দেওয়া যেতে পারে।’
For add
For add
For add
For add
for Add