for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ জুন ২০১৬, রবিবার, ২০:১৫:২৫
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে জয় দিয়ে সুপার লিগ শুরু করেছে শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব লি.। আজ (রবিবার) ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে তারা হারিয়েছে ২৩ রানে।
বৃষ্টির জন্য ম্যাচের দৈর্ঘ্য ১০ ওভার কমে ৪০ ওভারে নেমে আসে। টস জিতে ব্যাট করতে নেমে আবদুল মাজিদ ও মুমিনুল হকের দারুণ ব্যাটিংয়ে ২৭২ রানের বড় সংগ্রহ দাড় করায় ভিক্টোরিয়া। আবদুল মাজিদ ৭২ ও মুমিনুল হক ৫৫ রান করেন।
জবাব দিতে নেমে ভালোই ব্যাট করছিল প্রাইম ব্যাংক। এক পর্যায়ে ম্যাচ জমে ওঠলেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৪৯ রানের বেশি করতে পারেনি প্রাইম ব্যাংক। তাতে ভিক্টোরিয়া জয় পেয়েছে ২৩ রানের।
সংক্ষিপ্ত স্কোর:
ভিক্টোরিয়া: ৪০ ওভারে ২৭২/৬ (মাজিদ ৭২, মাহমুদ ১৩, মুমিনুল ৫৫, আল আমিন ২৮, নাদিফ ৪১, চতুরঙ্গ ৩৯, ডলার ১৮*, মাহবুবুল ১*; আজিম ২/৬৫, মনির ১/৪৩, শুভাগত ১/৪৫)
প্রাইম ব্যাংক: ৪০ ওভারে ২৪৯/৮ (মারুফ ৫৫, শানাজ ১৩, জয়াসুরিয়া ১৫, নুরুল ৫৩, সাব্বির ২৭, তাইবুর ২৫, শুভাগত ২৬, নাজমুল ১৪, রুবেল ১০; ডলার ২/৪৮, মুমিনুল ১/১০, মাহবুবুল ১/৩৭, সোহরাওয়ার্দী ১/৪০, রাব্বি ১/৪৭)
ফল: ভিক্টোরিয়া ২৩ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: আবদুল মাজিদ।
For add
For add
For add
For add
for Add