for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ জুন ২০১৬, শুক্রবার, ১৭:৫৯:২২
জুলাইয়ে আফ্রিকা সফরের জন্য নিউজিল্যান্ডের টেস্ট দল ঘষোণা করেছে কিউই ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন ভারতীয় বংশভূত উদ্বোধনী ব্যাটসম্যান জিত রাভাল। সঙ্গে দলে ফিরেছেন লেগ স্পিনার ইশ সোধি। তবে যায়গা হারিয়েছেন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন।
গুজরাটে জন্ম নেওয়া অকল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান রাভাল ঘরোয়া ক্রিকেটে ও ‘এ’ দলের হয়ে ভালো খেলার পুরস্কার পেলেন। মূলত তৃতীয় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ডাকা হয়েছে তাকে। দলে অন্য দুই উদ্বোধনী ব্যাটসম্যান টম ল্যাথাম ও মার্টিন গাপটিল।
ব্রেন্ডন ম্যাককালাম অবসর নেওয়ায় নিউ জিল্যান্ডের মিডল অর্ডারে তাঁর জায়গাটি খালি ছিল। চোট কাটিয়ে রস টেইলর ফেরায় তা পূরণ হয়েছে। আফ্রিকা সফরে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে কেন উইলিয়ামসনের দল।
নিউ জিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, লুক রনকি, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।
For add
For add
For add
For add
for Add