for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ জুন ২০১৬, বৃহস্পতিবার, ২০:২৭:৩০
সুপার লিগে যেতে হলে ভিক্টোরিয়াকে হারানোর বিকল্প ছিল না গাজী গ্রুপ ক্রিকেটার্সের। কিন্তু আবদুল মাজিদের ব্যাটিং আর আল-আমিনের বোলিংয়ের কাছে হার মানতে হলো অলক কাপালীদের। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ (বৃহস্পতিবার) প্রথম পর্বের শেষ ম্যাচে ভিক্টোরিয়ার কাছে গাজী গ্রুপের হার ২৮ রানের। দলটির হারে সুপার লিগে উত্তির্ন হলো প্রাইম ব্যাংক। আর আগেই সুপার লিগ নিশ্চিত হওয়া ভিক্টোরিয়া পয়েন্ট তালিকার শীর্ষে থেকে একাদশতম রাউন্ড শেষ করলো।
বৃষ্টির কারনে গতকালের (বুধবার) ম্যাচটি আজ রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হয়। তবে আজও বৃষ্টি হানা দিয়েছে। সম্ভব হয়নি পুরো ৫০ ওভার খেলা । বৃষ্টির জন্য খেলা শুরু হয় বেলা সোয়া ১২টায়, ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৩ ওভারে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৯ রান করে ভিক্টোরিয়া। জবাবে ৩০ ওভার ১ বলে ১৯১ রানে অলআউট হয়ে যায় গাজী। ২৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়া।
ব্যাট হাতে শতরানের ইনিংস খেলেন মাজিদ। বল হাতে ৫ উইকেট নিয়ে গজীর ব্যাটিংয়ের সব প্রতিরোধ ভেঙ্গে দেন আল-আমিন। ম্যাচ সেরা হয়েছেন আল-আমিন।
সংক্ষিপ্ত স্কোর:
ভিক্টোরিয়া: ৩৩ ওভারে ২১৯/৭ (মাজিদ ১০০, মাহমুদ ২, মুমিনুল ৭৩, আল আমিন জুনিয়র ২৪, চতুরঙ্গা ৭, ধীমান ১, মাহবুবুল ১, এনামুল ৭*, নাদিফ ০*; শরীফ ৩/১৯, দেলোয়ার ২/৩৬, শামসুর ১/১৯)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩০.১ ওভারে ১৯১ (শামসুর ৪২, এনামুল ১, মেহেদি ০, পুনিত ৮৬, ফারুক ০, কাপালী ৩, শরীফ ১০, ইলিয়াস ১৯, মুস্তাকিম ১০, দেলোয়ার ১, মইনুল ০*; আল আমিন জুনিয়র ৫/২৭, মাহবুবুল ৩/৩৭, রাব্বি ১/২৫, সোহরাওয়ার্দী ১/৪৪)
ফল: ভিক্টোরিয়া ২৮ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন জুনিয়র।
For add
For add
For add
For add
for Add