for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ জুন ২০১৬, বৃহস্পতিবার, ১৩:২৬:৫৭
আইসল্যান্ডের বিপক্ষেণ ম্যাচ দিয়ে পর্তুগালের ইউরো অভিযান শুরু হচ্ছে ১৪ জুন। সারা বিশ্ব মুখিয়ে আছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল দেখতে৷ কিন্তু গোল করলে রোনালদোকে প্রাণও দিতে হতে পারে। এরকমই কড়া ভাষায় রোনালদোকে হুমকি দিয়েছে ম্যাচের ঠিক এক সপ্তাহ আগে৷ হুমকি যিনি দিয়েছেন তাঁর নাম হাইফর জুলিয়াস বিয়র্নসন৷ আইসল্যান্ডের সবচেয়ে শক্তিশালী মানুষ বলেই লোকে তাঁকে চেনে৷ অতীতে বাস্কেটবল খেলা হাইফর ‘এইচবিও’ সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এ অভিনয় করার সুবাদে‘দ্য মাউন্টেন’বলেই পরিচিত৷
১৭৯ কেজির হাইফর এখন বডিবিল্ডার৷ দানবের মতো চেহারা তাঁর৷ রোনালদোর উদ্দেশ্যে বললেছেন,‘আমি জানি ক্রিস্টিয়ানো রোনালদো আইসল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন৷ কিন্তু ও যেন আমার দলের বিরুদ্ধে গোল করার সাহস না-দেখায়৷ ও যদি গোল করে তাহলে আমি তাকে খুঁজে বার করে মাথা ফাটিয়ে দেব৷’ইউটিউবে ভিডিও ছেড়েই রোনালদোকে সতর্ক করেছেন হাইফর৷
For add
For add
For add
For add
for Add