for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ জুন ২০১৬, শনিবার, ১৮:১৪:২৯
ক্যারিবীয় দ্বিপ পুঞ্জে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আবরও ওয়ানডে ফরমেটে ফিরলো ক্রিকেট। যে ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়া সুনীল নারিন ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে। গায়ানার ফ্লাডলাইটের রোশনাই কেড়ে নিলেন ফিরেই। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করলেন ক্যারিয়ারসেরা বোলিং। আর সেই বোলিং বিষেই নীল হলো দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ জয় পেল ৪ উইকেটে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৮ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে কাইরন পোলার্ডের দৃঢ়তায় ১১ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
অথচ দক্ষিণ আফ্রিকার শুরুটা মোটেও খারাপ ছিল না। ৫২ রানের মাথায় প্রথম ও দ্বিতীয় উইকেট পতনের পর ৪ উইকেটেই ১৬০ রান করেছিল দলটি। কিন্তু এরপরই নারিন ভয়ঙ্গর হয়ে ওঠলে ১৮৮ রানেই গুটিয়ে যায় আফ্রিকানদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন রাইলি রুশো।
সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (রবিবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪৬.৫ ওভারে ১৮৮ (ডি কক ৩০, আমলা ২০, রুশো ৬১, ডি ভিলিয়ার্স ৩১, ডুমিনি ২৩, বাহারডিন ০, মরিস ৯, অ্যাবেট ৫, ফাঙ্গিসো ৩, রাবাদা ১*, তাহির ০; নারাইন ৬/২৭, ব্রেথওয়েইট ২/৩৫, টেইলর ১/৩৬, হোল্ডার ১/৩৭)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৮.১ ওভারে ১৯১/৬ (চার্লস ৩১, ফ্লেচার ১১, ব্রাভো ৩০, স্যামুয়েলস ১, রামদিন ১০, পোলার্ড ৬৭*, ব্রেথওয়েইট ৮, হোল্ডার ১০*; ফাঙ্গিসো ৩/৪০, তাহির ২/৪১, ডুমিনি ১/১২)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সুনিল নারিন।
For add
For add
For add
For add
for Add