for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ জুন ২০১৬, শুক্রবার, ২০:১৯:০৭
তাঁর কাটারের আঘাতে বিপর্যস্ত বিশ্বের বড় বড় ব্যাটসম্যান। আইপিএলে সানরাইজার্সকে চ্যাম্পিয়ন করার পিছনে অনেক অবদান মুস্তাফিজুর রহমানের। কিন্তু এ বার তাঁকে নিয়েই চরম দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অতিরিক্ত ক্রিকেট তাঁর কেরিয়ারের চরম ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশের জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম।
বাইজিদুল আনন্দবাজারকে জানিয়েছেন ‘সর্বশেষ দুই মাসে ১৯টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর। চোট থেকে ফিরেই এতগুলো ম্যাচ খেলা কিন্তু ওর শরীরের পক্ষে ভাল নয়। এখনই হয়ত তেমন কিছু হবে না, কিন্তু শরীরকে সঠিক বিশ্রাম না দিলে বড় সমস্যা হবে ওর। তবে এটা ঠিক যে, বেশি ক্রিকেট খেলা ক্ষতি করছে মুস্তাফিজুরের।
সবেমাত্র শেষ হয়েছে আইপিএল। দিন কয়েক পরেই কাউন্টি খেলতে তিনি উড়ে যাবেন ইংল্যান্ডে। সেখানে সাসেক্সের হয়ে খেলবেন। যদিও তার কাউন্টি খেলা পুরোপুরি নির্ভর করছে বিসিবির উপর। বাইজিদুলের কথায়, ‘আমরা ওঁর শারীরিক পরীক্ষা নেব। যদি তাতে মুস্তাফিজুর পাস করে, তবেই ওকে কাউন্টি খেলার অনুমতি দেওয়া হবে।’
For add
For add
For add
For add
for Add