for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ মে ২০১৬, মঙ্গলবার, ২১:৩২:৪০
ইউরোর জন্য ঘোষিত জার্মানির মূল দলে জায়গা হয়নি মার্কো রয়েসের। ডর্টমুন্ডের মৌসুমের শেষ দিকেও খেলেছিলেন রয়েস। কিন্তু জার্মানি কোচ জোয়াকিম লো জানিয়েছেন, রয়েস ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট নন, ‘সে এখনো ম্যাচ খেলার জন্য ফিট নয়। শুধু সোজাসুজি দৌড়াতে পারে সে। আমাদের জন্য সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল। সে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিল।’
সংশয় ছিল ইউনাইটেড মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও মাত্রই বায়ার্নে যোগ দেওয়া ম্যাট হামেলসকে নিয়ে। তবে লো দুইজনককেই দলে রেখেছেন। কিন্তু প্রশ্ন উঠে গেছে দুইটি সিদ্ধান্ত নিয়ে। বুন্দেসলিগায় দুর্দান্ত ফর্মে থাকা জুলিয়ান ব্রান্ড ও করিম বেল্লারাবির জায়গা হয়নি। বরং সুযোগ পেয়েছেন ফর্মের সঙ্গে যুঝতে থাকা লুকাস পোডলস্কি ও আন্দ্রে শুরলে।
জার্মানি দল:
গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), বার্নড লেনো (বায়ার লেভারকুজেন), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা)।
ডিফেন্ডার: জেরোম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), এমরে কান (লিভারপুল), ইয়োনাস হেক্টর (কোলন), বেনেডিক্ট হুভেডেস (শালকে), মাটস হামেলস (বরুসিয়া ডর্টমুন্ড), স্কোড্রান মুস্তাফি (ভালেন্সিয়া), আন্টোনিও রুডিগার (রোমা)।
মিডফিল্ডার: মারিও গোটসে (বায়ার্ন মিউনিখ), মেসুত ওজিল (আর্সেনাল), সামি খেদিরা (ইউভেন্তুস), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), ইউলিয়ান ড্রাক্সলার (ভলফ্সবুর্গ), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), বাস্টিয়ান শোয়াইনস্টাইগার (ম্যানচেস্টার ইউনাইটেড), ইউলিয়ান ভাইগেল (বরুসিয়া ডর্টমুন্ড)।
ফরোয়ার্ড: টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), আন্ড্রে শুরলে (ভলফ্সবুর্গ), লুকাস পোডলস্কি (গালাতাসারাই), মারিও গোমেজ (বেসিকতাস), লেরয় সানে (শালকে)।
For add
For add
For add
For add
for Add