for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ মে ২০১৬, মঙ্গলবার, ২১:৩৪:১৫
বাংলাদেশের সম্ভাব্য বোলিং কোচের তালিকায় যুক্ত হয়েছেন কার্টলি অ্যামব্যোস। টাইগারদের বর্তমান পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি শেষ হচ্ছে আগামী জুনেই। আর নতুন করে এ কোচের সঙ্গে চুক্তি নবায়ন না করার সম্ভবনাই বেশি। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর অধীনে সেদেশের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) বোলিং কোচের পদের নির্বাচিত হতে যাচ্ছেন স্ট্রিক- এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
হিথ স্ট্রিকের বিপল্পের সন্ধানে ইতিমধ্যে মাঠে নেমেছে বিসিবি। এ তালিকায় আগেই জানা যাওয়া চার নামের সঙ্গে যুক্ত হয়েছে দুটি নতুন নাম- ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস ও বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেন।
কিছুদিন আগেই ক্যারিবিয়ান দলের পেস বোলিং কোচের পদ থেকে বহিস্কার হওয়ায় অ্যামব্রোস নতুন চাকরির সন্ধান করছেন। স্বাভাবিকভাবেই পছন্দের নাম হিসাবে বাংলাদেশ এসেছে। তবে সে তুলনায় চমকপ্রদ নাম জার্গেনসেন। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর তিনি ফিজি ও স্কটল্যান্ডের দলের হয়ে কাজ করেছেন।
নতুন বোলিং কোচ কে হচ্ছেন তা এখনও নিশ্চিত নয়। এ নিয়ে এখন বাংলাদেশের ক্রিকেট মহলে চলছে জল্পনা-কল্পনা! তবে জানা গেছে ছুটি কাটিয়ে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে ফিরলে পেস বোলিং কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
For add
For add
For add
For add
for Add