for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ মে ২০১৬, শনিবার, ১৭:৫৫:১১
আগামী ৩ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরের জন্য গতকাল (শুক্রবার) চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ২৩ সদস্যের সেই দলে যায়গা হয়নি অভিজ্ঞ ফরোয়ার্ড কার্লোস তেভেস ও তরুণ তারকা পাওলো দিবালার।
দুদিন আগেই তেভেজের অসাধারণ নৈপুণ্যে কোপা লিবারতোদরেসের সেমিফাইনালে ওঠে বোকা জুনিয়র্স। কিন্তু সে পারফরম্যান্সও নজর কাড়তে পারেনি কোচ জেরার্দো মার্তিনোর। জুভেন্টাস তারকা দিবালার দলে না থাকাটা বেশি বিস্ময়ের । ২২ বছর বয়সী দিবালা এই মৌসুমে জুভেন্টাসের হয়ে ৪৫ ম্যাচে ২৩ গোল করেছেন। দলকে টানা পঞ্চম ইতালিয়ান লিগ জিততেও তার ভূমিকা ছিল অপরিসীম। কিন্তু শুক্রবার ঘোষিত আর্জেন্টিনা দলে তার না থাকাটা অনেকটা অপ্রত্যাশিত। কোপার দলে না থাকলেও আর্জেন্টিনার অলিম্পিক দলে ঠিকই রয়েছেন দিবালা।
গত দুই বছর দুটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেললেও শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে মেসিদের। আর গত বছরের কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে হারে স্বাগতিক চিলির কাছে। এবার কোপা আমেরিকার বিশেষ আসরে শিরোপা জয়ের জন্য প্রত্যয়ী মেসির আর্জেন্টিনা।
আগামী ৬ জুন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকার অভিযান। ‘ডি’ গ্রুপে তাদের সঙ্গি বলিভিয়া ও পানামা।
কোপা আমেরিকার আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুসমান (ইউএএনএল তাইগ্রেস), মারিয়ানো আন্দুহার (এস্তুদিয়ান্তেস)।
ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), ভিক্তর কুয়েস্তা (ইন্দেপেন্দিয়েন্তে), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো রনকাগলিয়া (ফিওরেন্তিনা), রামিরো ফুনেস মোরি (এভারটন), গাব্রিয়েল মেরকাদো, জোনাথান মাইদানা (রিভার প্লেট)
মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), লুকাস বিগলিয়া (লাৎসিও), মাতিয়াস ক্রানেভিত্তের, আউগুস্তো ফের্নান্দেস (আতলেতিকো মাদ্রিদ), এভার বানেগা (সেভিয়া), আনহেল দি মারিয়া, হাভিয়ের পাস্তোরে (পিএসজি), এরিক লামেলা (টটেনহ্যাম হটস্পার)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), গনসালো হিগুয়াইন (নাপোলি), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), এসেকিয়েল লাভেস্সি (হেবেই ফরচুন), নিকোলাস গাইতান (বেনফিকা)
For add
For add
For add
For add
for Add