for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ মে ২০১৬, শুক্রবার, ২১:৫১:১৭
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৪ জনের ওয়েস্ট ইন্ডিজের যায়গা হয়নি ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামির। অথচ যে নীতির কারণে এই চারজনকে বাদ দিয়ে দল গড়েছে ওয়েস্টি ইন্ডিজ ক্রিকেট বোর্ড, সেই নীতি না মেনেই দলে জায়গা পেয়ে গেছেন কাইরন পোলার্ড ও সুনীল নারাইন। গেইল, ব্রাভো, স্যামিরা তাই সরাসরি প্রশ্ন তুলেছেন দল নির্বাচন নিয়ে।
ক্রিস গেইল প্রশ্ন তুলেছেন দুজনের অন্তর্ভুক্তি নিয়েই, ‘ডব্লিউআইসিবি সুনীলকে সুপার ফিফটিতে খেলতে দেয়নি, এখন আবার তাঁরাই তাঁকে নিচ্ছে। আর পোলার্ড যদি ফিট থাকতো, তবে তো সেও আমাদের মতোই বিগ ব্যাশ খেলতো!’
ড্যারেন স্যামির প্রশ্নটা পোলার্ডকে নিয়েই, ‘পোলার্ড, তোমাকে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরতে দেখাটা দারুণ। তবে আমাকে বলো, ২০১৪ সালের পর কোনো ওয়ানডে বা সুপার ফিফটিতে না খেলেও তুমি কিভাবে সুযোগ পেলে!’
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের কথার লড়াই চলেছে টুইটারে। সেখানেই আবার পোলার্ড জবাব দিয়েছেন স্যামির প্রশ্নের, ‘ ‘বিংগো’, নাহ, আমার বলা উচিৎ ‘পিংগো’! মনে হয় নম্বরটা বদলে গিয়ে আমার নম্বরটা উঠেছে! কিংবা ইদানিং আমার ভাগ্যটা খুব ভাল যাচ্ছে!’
For add
For add
For add
For add
for Add