for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ মে ২০১৬, বুধবার, ১৯:৪৭:৫৩
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল এবং গাজী গ্রুপের মধ্যকার ম্যাচে আজ (বুধরাব) সব আলো কেড়ে নিয়েছিলেন গাজী গ্রুপের পেসার মেহাম্মদ শরিফ। জাতীয় দলের সাবেক এই তারকা এবারের প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক তলে নেন। তবে জয় কিংবা পরাজয় কোন ফল জানা হয়নি তাঁর বা তাদের। মিরপুরে দুই দলের ম্যাচটি গড়িয়েছে রিজার্ভ ডেতে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়েছিল গাজী গ্রুপ। প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামালের শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার জয়রাজ শেখ (২৮) ও আব্দুল্লাহ আল মামুন (৬৯) তুলেন ৬২ রান। ২৯ ওভারে ৩ উইকেটে ১২০ করার পর বৃষ্টি হানা দিলে ম্যাচ নেমে আসে ৩৮ ওভারে। শেখ জামাল তুলে ৯ উইকেটে ১৬৮।
তবে বৃষ্টির পর নায়ক শুধুই মোহাম্মদ শরীফ। প্রথম ৫ ওভারে ৩২ রান দিয়েছিলেন। ফিরে এসেই তুলেন হ্যাটট্রিক। মাহমুদইল্লাহ, জাবিদ, নাসমুস সাদাদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরন করেন তিনি। উইকেট পেয়েছেন হ্যাটট্রিক করার পরের বলেও। তবে সেটি ছিল রান আউট। তাঁর ওমন বোলিংয়েই ৩ উইকেটে ১৪৯ থেকে ৭ উইকেটে ১৪৯-এ পরিণত হয় শেখ জামাল। শেষ পর্যন্ত ৩৮ ওভারে ৯ উইকেটে ১৬৮ রানে থামে ধানমন্ডির দলটির ইনিংস। আব্দুল্লাহ আল মামুন সর্বোচ্চ ৬৯ এবং মাহমুদ উল্লাহ ৩০ রান করেন।
বৃষ্টি আইনে গাজী গ্রুপের টার্গেট দাড়ায় ৩৮ ওভারে ১৯৬। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ১৬.১ ওভারে ৩ উইকেটে ৮৩ তুলার পর বৃষ্টি হানা দেয়। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। জয়ের জন্য গাজী গ্রুপের এখনও পয়োজন ১১৩ রান। হাতে আছে ৭ উইকেট ও ২১.৫ ওভার। উইকেটে আছেন এনামুল হক (৩৬) ও অলক কাপালী (১৪)।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল: ৩৮ ওভারে ১৬৮/৯ (জয়রাজ ২৮, আব্দুল্লাহ ৬৯, মার্শাল ৬, মাহমুদউল্লাহ ৩০, জাবিদ ১৩, মুক্তার ০, সাদাত ০, সোহাগ ১৫*, ওয়াহিদুল ২, শফিউল ২; দেলোয়ার ০/২৮, সাঈদ আনোয়ার ২/২৭, শরিফ ৪/৪৩, মেহেদি ০/১০, অলক ০/২২, মইনুল ০/৩৩, মুস্তাফিজ ১/৫)।
গাজী গ্রুপ: ১৬.১ ওভারে ৮৩/৩ (এনামুল ৩৬*, শামসুর ১৯, মেহেদি ৫, সাঈদ আনোয়ার ৫, অলক ১৪*; শফিউল ০/২২, ০/২৬, সানি ২/১৩, ওয়াহিদুল ১/৮, মাহমুদউল্লাহ ০/১২)।
ফল: ম্যাচ রিজার্ভ ডেতে
For add
For add
For add
For add
for Add