for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ মে ২০১৬, বুধবার, ১৩:৪৪:৫৫
হিথ স্ট্রিক বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর টাইগার পেসারদের মান উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন। তার ছোঁয়ায় অনেক পেসার নিজেদের হারানো ছন্দ ফিরে পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে পরিপক্ক হয়ে উঠেছেন। এবার সাবেক এই জিম্বাবুয়ান পেসারের বাংলাদেশ দলের সাথে আগামী দিনগুলোতে থাকা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
৪৬৫ দিনের জন্য নিয়োগ পাওয়া হিথ স্ট্রিকের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) চুক্তি শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপে শেষে তার কোচিং-এ সফলতা পাওয়ার পরিপ্রেক্ষিতে তার সাথে নতুন করে চুক্তি নবায়ন করা হবে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল। হিথ স্টিকের কাছ থেকেও এ বিষয়ে ইতিবাচক সাড়া মিলবে বলে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল।
তবে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে কাজ করতে থাকা হিথ স্ট্রিক বাংলাদেশের সাথে নতুন করে চুক্তি নবায়ন করছে না বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সাবেক এই জিম্বাবুয়ান পেসারের নতুন ঠিকানা ভারতের ক্রিকেট একাডেমি হতে পারে বলেও জানানো হয়েছে।
ভারতের ক্রিকেট একাডেমির বোলিং কোচ হওয়ার জন্য ইতিমধ্যে তার পক্ষ থেকে বোর্ড অব কন্ট্রোল ইন্ডিয়ার কাছে তার আবেদনও জমা দেওয়া হয়েছে। তার আবেদন প্রথমে জাতীয় ক্রিকেট একাডেমির চেয়ারম্যান নিরানজন শাহ’র কাছে , যা পরবর্তীতে তার মারফতে বিসিসিআই-এর কাছে জমা দেওয়া হয়।
এব্যাপারে ভারতীয় ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান নিরানজন শাহ বলেন, ‘আইপিএল চলাকালীন সময়ে আমার সাথে হিথের দেখা হয় এবং সে এখানের কোচ হওয়ার ব্যাওয়ারে আগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে আবেদনপত্রও জমা দেয়। সে একজন দক্ষ কোচ তার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি, আর এইরকম দক্ষ কোচই আমরা খুঁজছি যদিও তার বিষয়ে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
For add
For add
For add
For add
for Add