for Add

দায়িত্ব বুঝে নিয়েছেন ক্রুইফ

Cruif-1
সকালে ঢাকায় এসে বিকেলেই অনুশীলনে নেমে পড়লেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচের নিয়োগ পেয়ে এক মাসের জন্য আজ (মঙ্গলবার) সকালে ঢাকায় এসেছেন তিনি। হাতে সময় কম বলে পুরো দিন বিশ্রাম নিতে পারেননি এ ডাচ। নিয়োগ পাওয়ার পর এমনিতেই বিলম্বে এসেছেন তিনি। এ নিয়ে বাফুফেতেই আছে চরম ক্ষোভ। তাই সকালে এসে বিকেলেই বুঝে নিয়েছেন দলের দায়িত্ব।

প্রথম দিন প্র্যাকটিস শুরুর আগে ক্রুইফ বলেন, ‘গত কয়েক মাস বাংলাদেশের ফুটবল সঠিক পথে ছিল না। এক বছরের বেশি সময় আমি বাংলাদেশে ছিলাম না। কিন্তু সে জন্য আমি ভীত নই। আমি খেলোয়াড়দেরকে চিনি। জানি কিভাবে তাদের আন্তর্জাতিক ম্যাচের জন্য তৈরি করতে হয়। আমি এসেছি একমাসের জন্য। ৭ জুন হোম ম্যাচ শেষে ৯ অথবা ১০ জুন আমি ফিরে যাবো।’

Cruif-first-day

এত কম সময়ের মধ্যে নিজের লক্ষ্যটুকু জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ফুটবলে যে নিম্নমুখী ধারা, সেখান থেকে আমি টেনে তুলতে চাই। আমি চাই, বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে আনন্দমুখর সময় ফিরে পাক। আমি ফুটবলের সাফল্য ফিরিয়ে আনতে চাই। আমার জন্য এ কাজ অনেকটাই সহজ। কারণ আমি বাংলাদেশের ফুটবলের পারিপার্শ্বিকতা বুঝি। আমি দেখলাম, আবাহনীর হয়ে ফিরে আসছেন জর্জ কোটান। এটিই প্রমাণ করে যে, বাংলাদেশের ফুটবলে একজন বিদেশি কোচের পক্ষে টিকে থাকাটা কতটা কঠিন। এখানে অনেক কিছুই বুঝতে হয়। সে অনুযায়ী চলতে হয়।’

ক্রুইফ আরও বলেন, ‘গত আট মাসে বাংলাদেশ তিনজন কোচ বদল করেছে। যা কখনও সুস্থ ধারা নয়। দীর্ঘ-মেয়াদী চুক্তি ছাড়া কোনও কোচই দলকে স্থায়ী সাফল্য এনে দিতে পারবেন না। আমি মামুনুল এবং সোহেল রানাকে চেয়েছি, কারণ আমার খেলার যে ধারা, সেখানে তারা খুবই প্রয়োজনীয়। জাহিদ এবং ইয়াসিনের ব্যাপারেও আমি বলবো, তাদেরকে স্বল্প সময়ে ফিরিয়ে আনা কষ্টকর।’

তবে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন নন ক্রুইফ। তিনি বলেন, ‘খেলোয়াড়রা একটি টুর্নামেন্ট খেলেছে। ভালো ফিটই রয়েছে। তাই এ ব্যাপারে খুব একট উদ্বিগ্ন নই। দুশানবেতে ২ জুন বাংলাদেশ কৌশলগত দিক দিয়ে ভালো ফুটবল খেলবে। সেটা করতে পারলে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে বলে আমি বিশ্বাস করি।’

একইসঙ্গে কাজী সালাউদ্দিনকে অভিনন্দন জানিয়ে লোডভিক ডি ক্রুইফ বলেন, ‘তার পুনঃনির্বাচনের সঙ্গে আমার প্রত্যাবর্তনটাও জড়িয়ে আছে। তিনি নির্বাচিত হয়েছেন, আমি আবার বাংলাদেশে ফিরে এসেছি। বাংলাদেশ ফুটবলকে ঘিরে উন্নয়নের জন্য যে চিন্তা ধারা আমার মাঝে কাজ করে, সালাউদ্দিনও একই ধারাই সেই চিন্তা করেন।’

সব সংবাদ

বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল শেখ জামালের জন্মদিনে ক্রীড়া মন্ত্রীর ক্রীড়া সামগ্রী বিতরণ জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা  কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান ২০ বছর পর ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু স্টেডিয়াম লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add