for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ মে ২০১৬, রবিবার, ২২:১৫:১৫
২০১৫ সালের এপ্রিলে অভিষেকের পর এক বছরের মাথায় উইকেটের হাফ সেঞ্চুরি পুর্ন করলেন বিস্ময়বোলার মুস্তাফিজুর রহমান। অসাধারণ পারফরম্যান্সে আইপিএল মাতাতে থাকা এই বাঁহাতি আজ(রবিবার)কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে মুরালি বিজয়কে আউট করে পঞ্চাশতম উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
গত বছর ২৪ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন এই তরুন। প্রথম ম্যাচেই পাকিস্তানী অলরাউন্ডার শহীদ খান আফ্রিদিকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খোলেন তিনি। ওই ম্যাচে মোহাম্মদ হাফিজকেও তুলে নেন তিনি।
৫০ তম উইকেটটিও ছিল তার অসাধারণ এক ডেলিভারিতে পাওয়া। ৪ ওভারে ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বিজয় ও হাশিম আমলা। মুস্তাফিজ জুটি ভাঙলেন বল হাতে নিয়েই দারুণ এক স্লোয়ারে। ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বিজয় ধরা পড়লেন মিড অফে।
৩৫তম ম্যাচে ৫০তম উইকেট শিকার করলেন মুস্তাফিজ। এরমধ্যে জাতীয় দলের হয়ে ২২ উইকেট, বিপিএলের ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৪ টি উইকেট আর এই পর্যন্ত আইপিএলে প্রথমবারের মত খেলতে এসে নিয়েছেন ১৪ টি উইকেট।
For add
For add
For add
For add
for Add