for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ মে ২০১৬, রবিবার, ২২:১০:১৫
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড শেষে শীর্ষে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি.। মুশফিকুর রহিমের দল সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভিক্টোরিয়া। সমান সংখক পয়েন্ট নিয়ে শিরোপা প্রত্যাশী রুপগঞ্জ আছে তৃতীয় স্থানে। এদিকে ৬ ম্যাচেও জয়ের মুখ দেখে নি ক্রিকেট কোচিং স্কুল এবং কলাবাগান ক্রিকেট একাডেমী। শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে মোহামেডান আগামীকাল (সোমবার) প্রাইম দোলেশ্বরের বিপক্ষে খেলবে।
ষষ্ঠ রাউন্ড শেষে পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় পরাজয় টাই পয়েন্ট
মোহামেডান ৬ ৫ ১ ০ ১০
ভিক্টোরিয়া ৬ ৪ ১ ১ ৯
রুপগঞ্জ ৬ ৪ ১ ১ ৯
গাজী গ্রুপ ৬ ৪ ২ ০ ৮
দোলেশ্বর ৬ ৪ ২ ০ ৮
আবাহনী ৬ ৩ ৩ ০ ৬
প্রইম ব্যাংক ৬ ৩ ৩ ০ ৬
ব্রাদার্স ইউনিয়ন ৬ ৩ ৩ ০ ৬
শেখ জামাল ৬ ৩ ৩ ০ ৬
কলাবাগান ৬ ২ ৪ ০ ৪
কলা. একাডেমী ৬ ০ ৬ ০ ০
ক্রিকেট কোচিং স্কুল ৬ ০ ৬ ০ ০
For add
For add
For add
For add
for Add