for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ মে ২০১৬, শনিবার, ১৮:৩৯:২৭
অলক কালির দুর্দান্ত বোলিংয়ের পর, শামসুর রহমানের ব্যাটিং নৈপুন্যে কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে আজ (শনিবার) সহজ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত খেলায় ৮ উইকেটে জয় পায় গাজী গ্রুপ। প্রিমিয়ার লিগে অলক কাপালীর দলের ৬ ম্যাচে এটি চতুর্থ জয়।
সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ। গাজীর বোলারদের বিপক্ষে কলাবাগান ক্রিকেট একাডেমীর দুই ওপেনারের শুরুটা খারাপ ছিল না। ৪১ রানের জুটি গড়েছিলেন ইরফান শুকুর ও মাইশুকুর রহমান। কিন্তু কোন ব্যাটসম্যানই নিজেদের স্কোরটাকে বড় করতে পারেন নি। যতিন সাক্সেনা করেছেন সর্বোচ্চ ৪৪ এবং অধিনায়ক মাহমুদুল হাসান ৪১। নিয়নিত বিরতীতে উইকেট হারানো কলাবাগান ক্রিকেট একাডেমী তাই ১৮৬ রানের বেশি করতে পারে নি। গাজীর অধিনায়ক অলক কাপলি নিয়েছেন ৫ উইকেট। এছাড়া সাইদ আনোয়ার জুনিয়র ও মুস্তাফিজুর রহমান ২টি এবং মনিরুল ইসলাম ১ উইকেট নেন।
জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা করে এনামুল হক ও শামসুর রহমান। এনামুল ২৯ রানে আউট হয়ে গেলেও শামসুল ৯৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। গাজী গ্রুপ ২ উইকেটের বেশি হারায়নি। জয় পেয়েছে ৮ উইকেটে। ম্যাচ সেরা হয়েছেন অলক কাপালী।
সংক্ষপ্তি স্কোর:
কলাবাগান একাডেমী: ৪৭.৩ ওভারে ১৮৬ (শুক্কুর ২১, মায়শুকুর ২০, সাক্সনো ৪৪, মাহমদুিল ৪১, মরিাজ ২, তাপস ১, নুরুজ্জামান ২৫, আরাফাত ৩, বশ্বিনাথ ১২*, হালমি ৪, আবু জায়দে ৭; শরফি ০/৩১, মহেিেদ ০/১৮, সাঈদ আনোয়ার ২/২৭, কাপালি ৫/৪৪, মইনুল ১/২৭, মুস্তাফিজ ২/২৩, আশকিুজ্জামান ০/৬)।
গাজী গ্রুপ: ৪০.২ ওভারে ১৮৭/২ (এনামুল ২৯, শামসুর ৯৫*, মহেিেদ ৩৯, সাঈদ আনোয়ার ১৮*; বশ্বিনাথ ০/১৭, মরিাজ ১/৩১, আবু জায়দে ০/২৪, হালমি ০/২৮, সাক্সনো ১/৪২, তাপস ০/১১, মাহমুদুল ০/২৮, নুরুজ্জামান ০/৪)।
ফল: গাজী গ্রুপ ৮ উইকেেট জয়ী
ম্যান অব দা ম্যাচ: অলক কাপালি
For add
For add
For add
For add
for Add