for Add

প্রিমিয়ার ক্রিকেট লিগ

ভিক্টোরিয়ার জয়ে নায়ক সোহরাওয়ার্দী

SHUVOঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ দলের অন্যতম সারথী ছিলেন তিনি। তবে সেবছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোন সিরিজের পর সেই যে বাদ পড়লেন, আর ফিরতে পারেন নি। তবে জাতীয় দলের সাবেক স্পিনার সোহরাউয়ার্দী শুভ এবার আলোচনায় এলেন ব্যাটসম্যান রূপে আবির্ভূত হয়ে। আজ (বৃহস্পতিবার) প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তার শতকেই বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংককে বৃষ্টি আইনে ৯ রানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং।
টুকটাক ব্যাটিং পারেন। তাই বলে সেঞ্চুরী করে দলকে জেতাবেন এমনটা তিনি নিজেও ভেবেছিলেন কিনা সন্দেহ। দশ বছরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সেঞ্চুরিই তো করলেন এই প্রথম। প্রাইমব্যাংকের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলের হয়ে ইনিংস ওপেন করেছিলেন সোহরাওয়ার্দী। ৪২.১ ওভারে ভিক্টোরিয়া ২১১ করার পর যখন বৃষ্টি নামলো, সোহরাওয়ার্দী তখন অপরাজিত ১০৫ রানে। দলের আরেক ব্যাটসম্যান আল-আমিন অপরাজিত ৮২ রানে। এমন অবস্থায় পরে খেলা আর মাঠে না গড়ালে বৃষ্টি আইনে ৯ রানে জয় পায় ভিক্টেরিয়া।
এর আগে সকালে টস জিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ভিক্টোরিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রানের বড় স্কোর করে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের হয়ে মেহেদী মারুফ সর্বোচ্চ ৬৩, তাইবুর রহমান ৪৫ এবং নুরুল হাসান করেন ৪০ রান।
ভিক্টোরিয়ার পক্ষে কামরুল ইসলাম রাব্বী ও এনামুল হক ২টি এবং ডি সিলভা ও সোহরাওয়ার্দী শুভ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সোহরাওয়ার্দী শুভ।
ভিক্টোরিয়ার এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগে তাদের অবস্থান এখন দুইয়ে। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৭৪/৭ (মারুফ ৬৩, শাহনাজ ৩৬, সাব্বির ১৩, নুরুল ৪০, তাইবুর ৪৫, শুভাগত ২১, শচিন ৩৫*, ইয়াসির ৭, রুবেল ৫*; এনামুল ২/৩১, রাব্বি ২/৫৩, সোহরাওয়ার্দী ১/৫২, চতুরঙ্গা ১/৬৪)
ভিক্টোরিয়া: ৪২.১ ওভারে ২১১/২ (মজিদ ১৬, সোহরাওয়ার্দী ১০৫*, মুমিনুল ৩, আল আমিন ৮২*; শুভাগত ১/৩৩, মনির ১/৫১)
ফল: ভিক্টোরিয়া ৯ রানে জয়ী (ডি/এল)
ম্যান অব দ্য ম্যাচ: সোহরাওয়ার্দী শুভ।

সব সংবাদ

রনজিত দাস-এর আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা উৎসব ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সেই কিংস মোহামেডানের কাছে আবারো হারলো বসুন্ধরা বর্ষসেরা ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে আবাহনী বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪ অনিশ্চয়তায় একঝাঁক আর্চার ব্রোঞ্জের পর রৌপ্য জিতলেন সামিউল ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন নীড়-ওয়াদিফার প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা ডেভেলপমেন্ট হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন শিলংয়ে পৌঁছে বিশ্রামে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান হোসেন ভূঁইয়া রিয়াজুলকে সভাপতি ও গিয়াসকে সম্পাদক করে বরিশাল স্পোর্টিং ক্লাব গঠিত নারায়ণগঞ্জে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন ঘটনাবহুল বছরে ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত পারফরম্যান্স হতাশাজনক বাফুফেতে ফিরছেন সেই ছোটন কল্যান্দীতে সালমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add