for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ মে ২০১৬, সোমবার, ২১:১৯:১০
ফেডারেশন কাপ ফুটবল মাঠে গড়াবে ১৫ মে। আর ১০ জুন থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। আজ(সোমবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বাফুফের সিনিয়র সহ সভাপতি ও কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এ তথ্য জানান।
সভায় প্রাথমিকভাবে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ নিয়ে আলোচনা করা হয়। সেই পরিপ্রেক্ষিতে ক্লাবগুলো ফেডারেশন কাপ চলাকালে খেলোয়াড় ছাড়তে রাজি হয়েছে। শুধু ম্যাচ ডে তে খেলোয়াড়রা ক্লাবে যোগ দেবেন এবং ম্যাচ খেলবেন। এই প্রসঙ্গে আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘তাজিকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী জাতীয় দল গঠনে ক্লাবগুলো ঐক্যমত পোষণ করেছে। তাই খেলোয়াড় ছাড়তে তাদের কোনও সমস্যা নেই। সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী ২ ও ৭ জুনের পরেই প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে আগ্রহী বাফুফে। ঢাকা ও চট্টগ্রামের বাইরে আরও চারটি ভেন্যুতে খেলা চালানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী, সিলেট, ময়মনসিংহ অথবা জামালাপুরে প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত করার নিয়েছে বাফুফে।
বাফুফের কোচ সাইফুল বারী টিটুকে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। লোডভিক ডি ক্রুইফ মে মাসের মাঝামাঝি সময়ে আসবেন। ক্রুইফের চাহিদা অনুযায়ী টিটুকে জাতীয় দলে রাখছে বাফুফে। তবে টিটু আবার প্রিমিয়ার লিগের দল আরামবাগেরও কোচ। তাকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ততা করার বিষয়ে ক্লাব ও ফেডারেশন আলোচনা করছে।
For add
For add
For add
For add
for Add