for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ মে ২০১৬, সোমবার, ১৩:০৬:২০
স্প্যানিশ লা লিগার শিরোপা জিতবে কি না সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কারণ, গ্রানাডার মাঠে গিয়ে বার্সা হেরে আসবে আর দেপোর্তিভো লা করুণার মাঠ থেকে জয় নিয়ে ফিরবে রিয়াল-এমন সমীকরণতো নাও মিলতে পারে। তবুও আশায় বুক বাধতে তো কোন ক্ষতি নেই। সেই আশা টিকিয়ে রাখাও জরুরি।
সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার মত শক্তিশালি দলের মুখোমুখি হয়ে পরাজয় কিংবা পয়েন্ট হারানোর শঙ্কাতেই পড়ে গিয়েছিল রিয়াল। ভ্যালেন্সিয়া সেই শঙ্কা আরও উসকে দিয়েছে ম্যাচের সময়। রিয়ালের করা ৩ গোলের বিপরীতে ২ গোল দিয়েও বসেছিল ভ্যালেন্সিয়া। তবে শেষ পর্যন্ত চাপ আর সামলাতে পারেনি তারা। ৩-২ গোলে হেরেই সন্তুষ্ট থাকতে হলো ভ্যালেন্সিয়াকে।
জোড়া গোল করে রিয়ালের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ২৬তম মিনিটে গোল করে প্রথম সূচনা এনে দেন রোনালদো। মার্সেলোর পাস থেকে ডান পায়ের দারুণ এক শটে ভ্যালেন্সিয়ার জালে জড়ান তিনি। ৪২ মিনিটে দ্বিতীয় গোল করেন করিম বেনজেমা।
খেলার ৫৯ মিনিটে আবারও রোনালদো শো। হামেশ রদ্রিগেজের পাস থেকে বল পেয়ে বাম পায়ের দারুণ এক শটে ভ্যালেন্সিয়ার জালে বল জড়ান রোনালদো। এরই ফাঁকে অবশ্য খেলা জমিয়ে তুলেছিলো ভ্যালেন্সিয়াও। খেলার ৫৫ মিনিটে রদ্রিগো এবং ৮১তম মিনিটে আন্দ্রে গোমেজ গোল করে ব্যবধান কমিয়ে আনেন।
৩৭ ম্যাচ শেষে রিয়ালের অর্জন ৮৭ পয়েন্ট। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সা। ৮৫ পয়েন্ট নিয়ে কার্যত শিরোপা দৌড় থেকে ছিটকে গেলো অ্যাটলেটিকো মাদ্রিদ।
For add
For add
For add
For add
for Add