for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ মে ২০১৬, রবিবার, ১১:৩৬:১৬
প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম ৷ ১৩২ বছরের ইতিহাসে এই প্রথমবার প্রিমিয়র লিগ জিতল লেস্টার৷ লিগ জয়ের উৎসব ১৬ মে পালন করবে লেস্টার সিটি৷ ভিক্টোরিয়া পার্কে বিজয়োৎসব পালন করবেন লেস্টারের খেলোয়াড়রা৷
কীভাবে বিজয়োৎসব পালন করবে লেস্টার? লেস্টারের ইতালির কোচ ক্লদিও ক্লদিও রানিয়েরি ও তাঁর খেলোয়াড়রা একটি ছাদ খোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করবেন৷ তারপর তারা হাজির হবেন ভিক্টোরিয়া পার্কে৷ হাজার হাজার লেস্টার সমর্থক মিলিত হবেন খেলোয়াড়দের অভিনন্দন জানাতে৷ সেখানে উৎসব করবেন সকলেই৷
চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলের মালিক খুশিতে মার্সিডিস বি-ক্লাস ইলেকট্রিক গাড়ি দিয়েছেন খেলোয়াড়দের৷ সাড়ে ৩২ হাজার পাউন্ড৷ দলের ৩০ জন খেলোয়াড়দের জন্য প্রায় ১০ লক্ষ পাউন্ড খরচা করবেন লেস্টারের মালিক৷ সব মিলিয়ে এখন উৎসবের মেজাজ লেস্টারে৷
গত সপ্তাহেই টটেনহ্যামের সঙ্গে চেলসির ড্র করার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছিল লেস্টারের শিরোপা জয়। রূপকথার অভিযাত্রা শেষে করে এখন তারা কাংখিত গন্তব্যে। তবে তাতে তো আর শিরোপা হাতে এসে যায়নি। এভারটনের বিপক্ষে ম্যাচ শেষেই আনুষ্ঠানিকভাবে তাদের হাতে শিরোপা তুলে দেয়া হবে।
সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেলো গতকাল (শনিবার)। কিং পাওয়ার স্টেডিয়ামে তো এমনিতেই রাজত্বের মুকুট পরে নামছিল দ্য ফক্সেসরা। অপরদিকে এভার্টন আবার পিছিয়ে থাকা একটি দল। সুতরাং, ঘরের মাঠে নীল সমূদ্রে আসমূদ্র হিমাচল হয়ে ওঠার কথাই লেস্টারের। সেটাই হলো। নীল সমূদ্রে হারিয়ে গেলো এভার্টন। লেস্টারের কাছে হেরে গেলো ৩-১ গোলের ব্যবধানে।
আর লেস্টার? যারা ইতিহাস তৈরী করেছে, তারা ছিল শুধু শিরোপাটা হাতে তুলে নিয়ে চূড়ান্ত উদযাপনের অপেক্ষায়। লেস্টারের স্বপ্নের নায়ক জেমি ভার্ডির জোড়া গোলে এভার্টনকে উড়িয়ে দিয়ে রীতিমত বুনো উল্লাসে মেতে ওঠে লেস্টারবাসী। কিং পাওয়ার স্টেডিয়ামে তখন অন্যরূপ। হাজার হাজার কনফেত্তি উড়ে বেড়াচ্ছে পুরো স্টেডিয়ামজুড়ে। নীলের সমূদ্র যেন পুরোটাই আছড়ে পড়েছে কিং পাওয়ারে। লেস্টারের অধিনায়ক ওয়েজ মরগ্যান এবং কোচ ক্লদিও রানিয়েরির হাতে ট্রফিটা তুলে দেয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার আতশবাজির আলোকচ্ছটায় যেন ঝলসে উঠলো পুরো লেস্টার শহর। এরপর মাঠেই চললো শ্যাম্পেন উৎসব।
এভার্টনের বিপক্ষে ৫ মিনিটেই জেমি ভার্ডির গোলে এগিয়ে যায় স্বাগতিক লেস্টার। ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান অ্যান্ডি কিং এবং ৬৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন জেমি ভার্ডি। খেলার ৮৮ মিনিটে ১টি গোল শোধ করতে পারে এভার্টন।
উল্লেখ্য, লিগের এখনও এক ম্যাচ বাকি লেস্টারের। ৩৭টি ম্যাচ খেলে তাদের অর্জন ৮০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম ১ ম্যাচ কম খেললেও তাদের অর্জন ৭০ পয়েন্ট। আরও বাকি দুই ম্যাচ। এই দুই ম্যাচে কোনভাবেই লেস্টারকে আর ছোঁয়া সম্ভব নয় তাদের। শেষ ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে স্বাগতিক চেলসির মুখোমুখি হবে লেস্টার সিটি।
For add
For add
For add
For add
for Add