for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ মে ২০১৬, বৃহস্পতিবার, ১৯:৩২:৩৮
জাতীয় দল কিংবা ক্লাব-যে দলের জার্সিই গায়ে থাকুক খেলার সময় দেশের কথাই ভাবেন মুস্তাফিজুর রহমান। যেখানেই খেলুন আর যে দলের হয়েই খেলুন না কেন, তাঁর মনে সব সময় থাকে দেশ। জানেন, তিনি ভাল খেললে উজ্জ্বল হবে তাঁর দেশেরই নাম। তাই যেন ভাল খেলার খিদেটা আরও বেড়ে যায়। মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন নতুন বিশেষণ। বিশ্ব ক্রিকেটে তিনি এখন বিস্ময় বালক। সেই মুস্তাফিজুর এক সাক্ষাতকারে বলেছেন, তাঁর মনে সব সময় থাকে বাংলাদেশ‘আমি খেলা দিয়ে দেশের মাথা উঁচু করতে চাই। আমি চাই দেশের মাথা যেন সময় উঁচু থাকে সে ক্রিকেটে হোক বা অন্য খেলায়।’
এখন আইপিএল-এ সানরাইজার্সের হয়ে রঙ ছড়াচ্ছেন এই বাংলাদেশি পেসার। কিন্তু মনের মধ্যে যে লাল-সবুজ। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর গ্রাম সাতক্ষীরা। যে দিন হায়দরাবাদের খেলা থাকে তাঁর গ্রামে লাগানো হয় জায়ান্ট স্ক্রিন। পুরো গ্রাম এক জায়গায় বসে উপভোগ করে ঘরের ছেলের সাফল্য। আর সেটা যে তাঁকে ছুঁয়ে যায় তা বলতেও ভোলেননি কাটার মাস্টার। গ্রামের পোস্ট অফিসে প্রতিদিন জমা হয় মুস্তাফিজুরের নামে শয়ে শয়ে চিঠি। প্রথম প্রথম সেই চিঠি তাঁর বাড়িতে পৌঁছলেও এখন তা বন্ধ। কারণ তাঁর বাবা চান না এই সব চিঠি পড়ে ছেলের মনোযোগ অন্যদিকে সরে না যায়। কিন্তু ছেলের কিনে দেওয়া নতুন গাড়ি পেয়ে গর্বিত বাবা ছেলেকে দেখতে চান আরও উপরে। শুধু তিনি কেন, পুরো দেশ স্বপ্ন দেখছে এই বিস্ময় বালককে নিয়ে।
For add
For add
For add
For add
for Add