for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ মে ২০১৬, মঙ্গলবার, ১৮:২৪:১৩
ডা. শাহরিয়ার মেমোরিয়াল আন্তর্জাতিক রাপিড দাবা প্রতিযোগিতার উতেন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন । তিনি ৯ ম্যাচে ৮.৫ পয়েণ্ট লাভ করে এ কৃতিত্ব অর্জন করেন । ৮ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৭.৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর দুই খেলোয়াড় মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন তৃতীয় এবং মাহতাবউদ্দিন আহমেদ রবিন চতুর্থ হয়েছেন।
এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ৫জন টাইব্রেকিংয়ে পঞ্চম থেকে নবম হয়েছেন। তারা হলেন-বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, শেখ রাসেল চেস ক্লাবের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, তিতাস ক্লাবের মো. সায়েফউদ্দিন লাভলু, গোল্ডেন স্পোটিং ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ এবং মো. নাসিম হোসেন ভূঁইয়া।
গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় দুইদিনব্যাপী এ আসরের বিভিন্ন ক্যাটাগড়িতে বিজয়ীদের চল্লিশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়েছে। প্রতিযোগিদায় মোট ১৬৯জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
For add
For add
For add
For add
for Add