for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার, ২২:৪২:২৮
দুপুরে গুলশানের একটি হোটেলে কামরুল আশরাফ খান পোটনের ‘বাঁচাও ফুটবল’পরিষদের মত বিনিময় অনুষ্ঠান কাভার করে বিকেলে বাফুফে ভবনে ছুটে গিয়েছিলেন গণমাধ্যমের কর্মীরা। সবার লক্ষ্য ছিল কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে কথা বলা। আগের সন্ধ্যার তাদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান বাতিলের পর নতুন করে তা হবে কিনা-এমন অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। বাফুফে সভাপতি ফুটবল ভবনে এসেছিলেন রাত সাড়ে ৮ টার দিকে। কথাও বলেছেন মিডিয়ার সঙ্গে। শনিবার এজিএম ও নির্বাচন। মাঝে একটি দিন। এ সময়ে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ স্থগিত হওয়া অনুষ্ঠান করবেন কিনা, নিরাপত্তার কারণে অনুষ্ঠান করতে না পারার বিষয়টি নির্বাচন কমিশন কিংবা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা এএফসি প্রতিনিধিকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন কাজী সালাউদ্দিন।
বাফুফে সভাপতি পূর্বানীতে অনুষ্ঠান করতে না পারার বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেছেন। একটি সূত্রমতে তিনি নির্বাচন কমিশকে চিঠি দিয়েই প্রচারণায় বাধা পাওয়ার কথা জানিয়েছেন। তবে কাজী সালাউদ্দিন বলেছেন তিনি বিষয়টি মৌখিকভাবে জানিয়ে নির্বাচন কমিশনের চেয়ারম্যানকে। ‘আমি তাদের সঙ্গে আলাপ করেছি। জানিয়েছি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি যেন একটু খেয়াল রাখবেন’-বলেছেন কাজী সালাউদ্দিন। তবে এএফসি প্রতিনিধির সঙ্গে কাজী সালাউদ্দিন কথা বলেননি বলে জানিয়েছেন ‘আমার সঙ্গে তার কোন কথা হয়নি। তার সঙ্গে কথা হয়েছে নির্বাচন কমিশনের।’
নতুন করে কোনো অনুষ্ঠান করার পরিকল্পনা নেই সম্মিলিত পরিষদের। ‘নিরাপত্তা নিয়ে সার্বিক পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভাল। এটা আপনারই আমার চেয়ে ভাল জানেন। এখন আমাদের সিদ্ধান্ত-নির্বাচনের আর মাত্র এক দিন বাকি থাকলেও আমি ও আমার প্যানেল আর কোন প্রচার-প্রচারণা করছি না। আগামী ৩০ এপ্রিল সরাসরি নির্বাচনে যাবো। কোন অনুষ্ঠান আয়োজন করে প্যানেলের সঙ্গী এবং ডেলিগেটদের কোন রকম বিপদে ফেলতে চাই না’-বলেছেন কাজী সালাউদ্দিন। নির্বাচন ভেন্যু হবে হোটেল র্যাডিসনে কোন নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন বলেছেন ‘আমার মনে হয় না। এমনটা হলে দেশের বদনাম হবে, তাহলে ফিফা কর্তৃক বাফুফের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনার সৃষ্টি হবে। আমার মনে হয় না নির্বাচনের ভেন্যুতে কোন অঘটন ঘটবে।’ভোট প্রসঙ্গে সালাউদ্দিন বলেন,‘দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি। ভোটারদের কাছে বিনীত আবেদন জানাবো তারা যেন আমাকে এবং আমার প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করেন।’
For add
For add
For add
For add
for Add