for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার, ২০:৫৬:০৮
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে ম্যাচ টাই করেছিল লিজেন্ডস অব রুপগঞ্জ। শেষ বলে ছক্কা মেরে দলকে এক পয়েন্ট এনে দিয়েছিলেন তাইজুল ইসলাম। আজ (বৃহস্পতিবার) আর পয়েন্ট হারানোর আফসোস নয়। সরাসরি জয় নিয়েই মাঠ ছেড়েছে রুপগঞ্জ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তারা তিন উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।
প্রথমে ব্যাট করে শামসুর রহমান (৬৯) ও পাকিস্তানী ক্রিকেটার সাঈদ আনোয়ার জুনিয়রের (৭০) হাফসেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স পায় ২৫৫ রানের পুঁজি। জবাবে ৭ উইকেট হারিয়ে রুপগঞ্জ লক্ষ্যে পৌঁছে যায় এক ওভার বাকি থাকতেই। প্রতিপক্ষের মতো রুপগঞ্জের ইনিংসেও হাফসেঞ্চুরি দুটি। মোহাম্মদ মিথুন ম্যাচ সর্বোচ্চ ৭৪ ও আসিফ আহমেদ করেছেন অপরাজিত ৫৪ রান। তবে তাদের ছাপিয়ে ম্যাচের সবটুকু আলোই কেড়ে নিয়েছেন আলাউদ্দিন বাবু। ৩ ছক্কা ১ চারে মাত্র ২২ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলে রুপগঞ্জকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। যদিও ম্যাচ অ্যাডজুকেটদের বিচারে ম্যাচসেরার পুরস্কারটি পেয়েছেন মোহাম্মদ মিথুনই।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৫৫/৮ (এনামুল ৪২, শামসুর ৬৯, মেহেদি ২, সাঈদ ৭০, কাপালী ৪, ফরহাদ ১৬, ফারুক ৩০*, শরিফ ৯, দেলোয়ার ৪, মুস্তাফিজ ৪*; সৌম্য ২/১৪, জাইদি ২/৪৫, মোশাররফ ২/৫২, তাইজুল ১/৪৩, হায়দার ১/৫৯)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৯ ওভারে ২৫৬/৭ (মিজানুর ০, সৌম্য ১, জহুরুল ৯, মিঠুন ৭৫, জাইদি ৩৭, আসিফ ৫৪*, মোশাররফ ৯, নাহিদুল ২৫, বাবু ৩৪*; দেলোয়ার ২/২৮, মেহেদি ২/৩১, কাপালী ২/৪২, সাঈদ ১/৫৯)
ফল: রূপগঞ্জ তিন উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ মিঠুন।
For add
For add
For add
For add
for Add