for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ এপ্রিল ২০১৬, বুধবার, ১২:২১:২৯
প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে ফাইনালের সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। গতকাল (মঙ্গলবার) রাতে ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটি রুখে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে।
এবারের আসরে এখন পর্যন্ত ১৬ গোল করা রোনালদো দলের সঙ্গে ম্যানচেস্টার উড়ে গেলেও তাঁর পুরোনো শহরে মাঠে নামতে পারলেন না। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া বেনজেমাকেও তুলে নিতে বাধ্য হলেন জিনেদিন জিদান। তারপরও রিয়াল অন্তত তিনটি পরিষ্কার সুযোগ তৈরি করেছিল। দুবার বাধা হলো হার্টের দুর্দান্ত রিফ্লেক্স। একবার বাধা হয়ে দাঁড়াল ক্রসবার। বাঁ পায়ের সেভে প্রথমে বাঁচালেন হার্ট, এরপর একেবারে গোলমুখ থেকে নেওয়া পেপের শট ঠেকালেন বুকে। ওদিকে বেনজেমার বদলি হিসেবে নামা হেসের হেডার গিয়ে লাগল ক্রসবারে। প্রতিপক্ষের মাঠ থেকে এই তিন সুযোগের একটিতেও গোল পেলে রিয়াল থাকত দারুণ সুবিধাজনক অবস্থানে।
ফিরতি লেগে বার্নাব্যুতে গিয়ে খেলা। এখনো পাল্লা রিয়ালের দিকেই হেলে। যদিও কোচ জিদান বলছেন, দুই দলেরই সুযোগ আছে সমান-সমান। রিয়ালের মাঠে কোনো মতে একটা গোল করতে পারলেই সিটির জন্য সেটি হবে সুবিধার। তখন ১-১ ড্র হলেও সিটি প্রথম সেমিফাইনালটিকে আরও এগিয়ে নিয়ে প্রথম ফাইনালের রূপ দিয়ে ফেলতে পারবে। হয়তো এ কারণেই প্রথম লেগে একটি গোল না পাওয়াটা বেশি পোড়াচ্ছে জিদানকে, ‘আমি ম্যাচটা নিয়ে খুশিই। দ্বিতীয়ার্ধে আমাদের কাছে বল ছিল বেশির ভাগ সময়। বেশ কয়েকটা সুযোগও তৈরি করেছিলাম। আমরা কিছুটা হতাশ তো বটেই, এই ম্যাচে আমাদের আরও বেশি কিছু পাওনা ছিল। এই ম্যাচের আগে দুই দলের সম্ভাবনা ছিল ফিফটি–ফিফটি।
For add
For add
For add
For add
for Add