for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ এপ্রিল ২০১৬, রবিবার, ২১:১৯:৪১
প্লেয়ার্স বাই চয়েজে মাহমুদউল্লাহ রিয়াদকে প্রথম সুযোগেই কিনে নিয়েছিল শেখ জামাল ধনমন্ডি ক্লাব। লক্ষ্য, জাতীয় দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যানকে নিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলা। সেই মিশনে নিজেদের শুরুটা খারাপ হয় শেখ জামালের। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে তারা।
আজ (রবিবার) সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া, কলাবাগান ক্রিকেট একাডেমীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে তারুন্য নির্ভর দলটি মাহমুদউল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব, সোহাগ গাজী, নাজমুস সাদাতদের বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন নি। ৪৪.৩ ওভারে ১৫২ রানে থামে তাদের ইনিংস। মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ ২৫ রান করেন। শেখ জামালের পক্ষে মুক্তার আলী একাই ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ধস নামান। এছাড়া সোহাগ গাজী ও মাহমুদউল্লাহ ২টি এবং অ্যাঞ্জেলো পেরেরা ১টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার মাহবুবুল করিমের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুটা দারুন করে শেখ জামাল ধানমন্ডি। ওপেনিং জুটিতে আসে ৮০ রান। ওপেনার জয়রাজ শেখ ব্যাক্তিগত ১৪ রান করে রান আউট হয়ে ফিরেন। এরপর আর মাত্র একটি উইকেটই পড়েছে শেখ জামালের। ১০৯ রানের মাথায় ৭৮ রান করে আউট হন মাহবুবুল করিম। এরপর মার্শাল আইয়ুব এবং মাহমুদউল্লাহ জুটি দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ২৬.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে ধলটি। মার্শাল আয়ুব ৩১ এবং মাহমুদউল্লাহ করেন ২১ রান। কলাবাগান একাডেমীর বিশ্বনাথ হালদার ১ উইকেট পান।
ম্যাচ সেরা হয়েছেন শেখ জামালের মুক্তার আলী।
For add
For add
For add
For add
for Add