for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ এপ্রিল ২০১৬, রবিবার, ১৫:৫৮:৫১
লা লিগার শিরোপার লড়াই এখন এমই জমে ওঠেছে যে বার্সেলোনা, রিয়াল কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদ এই তিন ক্লাবের যে কারও ঘরে যেতে পারে ট্রফি। এমন সমীকরণ সামনে রেখে গতকাল (শনিবার) একই দিনে মাঠে নেমেছিল এই তিন জায়ান্ট। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে তিন দলই। দুই ঘন্টা আগে রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়ালের ৩-২ গোলের কষ্টের জয়ের পর অ্যাটলেটিকোকেও জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হয়েছ। ঘরের মাঠে মালাগাকে ১-০ গোলে হারিয়েছে সিমেওনের দল।
শুরু থেকে আক্রমণাত্মক খেললেও মালাগার জমাট রক্ষণে সুবিধা করতে পারছিল না ফের্নান্দো তোরেস-গ্রিজমানরা। ফলে গোল শূন্য অবস্থায়ই বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় অ্যাটলেটিকো। ম্যাচের ৬২ মিনিটে বদলি হিসেবে নেমে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার ফরোয়ার্ড আনহেল কোরেয়া। ম্যাচের বাকি সময়েও মালাগার রক্ষণে চাপ ধরে রেখে আক্রমণ করে যায় অ্যাটলেটিকো। তবে আর কোন গোল না পেলেও প্রয়োজনীয় ৩ পয়েন্ট নিয়ে স্বস্তিতেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
লিগে তিনটি করে ম্যাচ বাকি থাকতে ৩৫ ম্যাচে বার্সেলোনা ও অ্যাটলেটিকোর পয়েন্ট সমান ৮২। তবে মুখোমুখি লড়াইয়ে ও গোল গড়ে এগিয়ে লুইস এনরিকের দল। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮১।
For add
For add
For add
For add
for Add