for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার, ২১:১৬:১৩
চেহারা থেকে এখনো কৈশোরের ছাপটা যায়নি তার। অথচ লিষ্ট ‘এ’ ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই কি অসাধারন এক সেঞ্চুরি করলেন মেহেদী হাসান। তার সেঞ্চুরিতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের শুরু হয়েছে হার দিয়ে। বিপরীতে ১০৬ রানের বিশাল জয় দিয়ে যাত্রা শুরু করলো গাজী গ্রুপ ক্রিকেটার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ (শুক্রবার) টসে জিতে ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয় ও শামসুর রহমানের ১১৩ রানের ওপেনিং পার্টনারশিপে অসাধারন এক শুরু পায় গাজী গ্রুপ। এই ভিত্তির উপর দাড়িয়ে মাত্র ৮৯ বলে ৮ চার ও ৫ ছয়ে ১০৩ রানের এক অনন্য ইনিংস খেলেন ওয়ানডাউনে নামা মেহেদী। শেষ দিকে অলক কাপালী ও ফারুক হোসেনের ঝড়ো দুটো ক্যামিওতে ৫০ ওভার শেষে ৪ উইকেটে ৩০৩ রানের পাহাড় গড়ে গাজী গ্রুপ। রুবেল, আজিম ও নাজমুল নেনে ১ করে উইকেট।
৩০৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় প্রাইম ব্যাংক। মেহেদী মারুফ ও শ্রীলংকান মুনারাবীরা, নুরুল ও শুভাগত সিঙ্গেল ডিজিটে ফিরে গেলে বিশাল চাপে পড়ে তারা। সাব্বির ৩১ রান করে চেষ্টা করেছিলেন বিপর্যয় সামাল দেবার, কিন্তু ৫৫ রানে তার বিদায়ে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে। তাইবুর ( ৬৫ বলে ৩০ রান) আর ইয়াসির আলী(৮০ বলে ৫৬ রান) হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। ১৬৩ রানে ইয়াসিরের বিদায়ের পর বাকিটা রুবেল হোসেনের নিঃসঙ্গ লড়াই। ৪৮ বলে ৪৫ রানে রুবেলের আউটের সাথে সাথেই নিশ্চিত হয় প্রাইম ব্যাংকের ১০৬ রানের বিশাল পরাজয়। গাজী গ্রুপের পক্ষে সাইদ আনোয়ার জুনিয়র নিয়েছেন ৩ উইকেট আর মুমিনুল ও মোহাম্মদ শরীফ পেয়েছেন দুটি করে উইকেট। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান।
For add
For add
For add
For add
for Add