for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার, ১৭:৪৭:৪১
ক্রিস গেইলের আইপিএল সতীর্থ সরফরাজ খান গতকাল (বুধবার) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছিলেন, ‘গেইল আজ বাবা হয়েছে। সে তার পরিবার এবং ছেলে সন্তানের সাথে সময় কাটাতে জ্যামাইকা রয়েছে। বুধবার রাতে তাই অনেক গণমাধ্যমেই প্রকাশিত হয় পুত্র সন্তানের বাবা হয়েছেন গেইল। তবে, আজ (বৃহস্পতিবার) সকালে গেইল নিজেই জানান পুত্র সন্তান নয়, কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। এমন কি এরই মধ্যে মেয়ের নামও ঠিক করে ফেলেছেন । নাম রেখেছেন- ব্লাশ।
প্রথম সন্তানের বাবা হচ্ছেন খবরটা আগে থেকেই জানতেন। সে জন্য একদিন আগেই স্ত্রী নাতাশা বেরিজকে সঙ্গ দিতে আইপিএল থেকে নিজ দেশ জ্যামাইকায় ফিরে যান টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বিনোদনদাতা ক্রিস গেইল। গেইল ইন্সটাগ্রামে লিখেছেন, ‘দু’ঘণ্টা আগে আমাদের ফুটফুটে মেয়ে ব্লাশ পৃথিবীর আলো দেখেছে। ওকে স্বাগতম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। প্রত্যেকেই সবচেয়ে মূল্যবান এই অনুভূতির অপেক্ষায় থাকে। নাতাশার জন্যও আশীর্বাদ; ও সত্যিকারের সাহসী নারী।’
For add
For add
For add
For add
for Add