for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার, ১৬:০১:৫৭
দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল স্প্যানিশ জায়ান্টদের। শিরোপা জিততে হলে এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোন উপায় ছিল না বার্সেলোনার। আর সে ম্যাচেই ৮-০ গোলের কি অসাধারণ দাপুটে এক জয় তুলে নিল তারা! দেপোর্তিভো লা করুনার বিপক্ষে উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের ৪ গোল এবং সাথে মেসি-বারত্রা-নেইমারদের জ্বালে ওঠা ম্যাচে ছিন্নভিন্ন দেপোর্তিভো।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা বার্সা দেপোর্তিভোর রক্ষণে আক্রমন শানায় ম্যাচের ৭ মিনিটের মাথায়। দানি আলভেজ-সুয়ারেজের সেই অ্যাটাক ব্যর্থ হলেও ম্যাচের ১১ মিনিটে আরেক আক্রমনে ঠিকই বল জালে জড়ান সুয়ারেজ, ১-০ তে এগিয়ে যায় গত মৌসুমের ট্রেবলজয়ী কাতালানেরা। তবে ২০ মিনিটে ফেরারা সুযোগ ছিল দেপোর্তিভোর। বার্সার গোলকিপার ক্লদিয়ো ব্রাভোকে একলা পেয়েও শট নিতে দেরি করে ফেলেন বোরগেস, ফিরতি শট আলভেজ ঠেকিয়ে দিলে বিপদমুক্ত হয় বার্সা। ২৪তম মিনিটে মেসির ডিফেন্সচেরা দুর্দান্ত এক পাসে ব্যবধান ২-০ করেন সুয়ারেজ। ৩৪তম মিনিটে আলভেজের বাড়িয়ে দেওয়া পাস নিজের পায়ে জড়িয়ে না ফেললে প্রথমার্ধেই হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন এই উরুগুয়ান স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধে রীতিমত গোলবন্যার শিকার হয় স্বাগতিকরা। ৪৭ মিনিটে রেকিটিকের গোলে ৩-০ হবার কিচ্ছুক্ষণের মধ্যেই হ্যাটট্রিক পেয়ে যান সুয়ারেজ, দলের হয়ে চতুর্থ গোলটি আসে তার পা ছুঁয়ে ৫৪ মিনিটে। ৬৪ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন সুয়ারেজ নেইমারের অ্যাসিস্ট থেকে। ৭৩ মিনিটে গোলউৎসবে যোগ দেন মেসি, বাঁ পাশ থেকে সুয়ারেজের বাড়ানো বলে দুজন ডিফেন্ডারদের বোকা বানিয়ে ব্যবধান ৬-০ করেন। এরমধ্যেই ৭৯ মিনিটে একেবারে একক প্রচেষ্টায় বল দেপোর্তিভোর জালে জড়ান মার্ক বারত্রা। ৮১ মিনিটে আবার সেই সুয়ারেজের বাড়ানো বলে পা ছুঁইয়ে দেপোর্তিভোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার । তাতে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বার্সা।
এ ম্যাচের নিরঙ্কুশ জয়ে পূর্ন তিন পয়েন্ট নিয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্টসমেত পয়েন্টটেবিলের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখল স্প্যানিশ জায়ান্টরা।
For add
For add
For add
For add
for Add