for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ এপ্রিল ২০১৬, শনিবার, ১৯:২৪:২৭
আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের জন্য আজ (শনিবার) শুরু হয়েছেন মনোনয়নপত্র বিক্রি। বেলা ১১ টায় শুরু হয়ে মনোনয়নপত্র বিক্রি চলেছে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। আগামীকালও (রবিবার) নির্বাচনে আগ্রহীরা মনোনয়নপত্র কিনতে পারবেন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত। প্রথম দিন বিক্রি হয়েছে ৭ টি মনোনয়নপত্র। এর মধ্যে ২টি সভাপতি, ১টি সহ সভাপতি এবং ৪টি সদস্য পদের জন্য।
কামরুল আশরাফ খান
সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন নরসিংদী জেলার কাউন্সিলর সরকার দলীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান এবং টঙ্গি ক্রীড়া চক্রের কাউন্সিলর নুরুল ইসলাম নুরু। দুপুর সাড়ে ১২ টায় কামরুল আশরাফ খানের পক্ষে ১ লাখ টাকা জমা দিয়ে মনোনয়নপত্র কিনেছেন শাহাদাত হোসেন এবং বেলা ১টার দিকে নুরুল ইসলাম নিজে বাফুফে ভবনে এসে ১ লাখ টাকা জমা দিয়ে কিনেছেন মনোনয়ন পত্র। এ দুই জনের মধ্যে কামরুল আশরাফ খান ‘বাঁচাও ফুটবল’ আন্দোলনকারীদের প্রার্থী। নুরুল ইসলাম নুরু দাঁড়চ্ছেন এককভাবে।
নুরুল ইসলাম নুরু
সহ সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান সহ সভাপতি তাবিথ আউয়াল। তার পক্ষে মনোনয়নপত্র কিনেছেন সাখাওয়াত হোসেন শাহিন। সদস্য পদে মনোনয়নপত্র কিনেছে সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মণি, সংগঠক সাব্বির হোসেন, ব্রাদার্স ইউনিয়নের কোচ মহিদুর রহমান মেরাজ ও রহমতগঞ্জের টিপু সুলতান।
১৮ এপ্রিল মনোনয়ন পত্র দাখিল, মনোনয়ন পত্রের ওপর আপত্তি গ্রহণ করা হবে ১৯ এপ্রিল। একইদিন মনোনয়ন পত্র যাচাই বাছাইও করা হবে। ১৮ থেকে ২০ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। ২১ এপ্রিল বাফুফের নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে। ৩০ এপ্রিল রেডিসন ব্লু হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হবে।
For add
For add
For add
For add
for Add