for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ এপ্রিল ২০১৬, শনিবার, ১৮:৪০:২৮
বাংলাদেশের দর্শকরা কোন দলের সমর্থক? কলকাতা নাইট রাইডার্স, নাকি সানরাইজার্স হায়দরাবাদ। সাকিব আর মুস্তাফিজের দলের লড়াইয়ের দিকে তাকিয়ে সবাই। মুস্তিাফিজ খেলছেন তার দল হায়দরাবাদের প্রথম ম্যাচ থেকেই। সাবিককে দুই ম্যাচ পর একাদশে রেখেছেন কলকাতা নাইট রাইডার্স। এই প্রথম বাংলাদেশের দুই ক্রিকেটার মুখোমুখি হয়েছে আইপিএলে। এ ম্যাচ জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের টার্গেট ১৪৩ রান। টস জিতে ব্যাট করতে নেমে কেকেআরের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের সামনে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করলো সানরাইজার্স।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে সানরাইজার্স হায়দারাবাদ। ১৮ রানে প্রথমটি, ২৩ রানে দ্বিতীয়, ৩৬ রানে তৃতীয় এবং ৫০ রানে পড়ে চতুর্থ উইকেট। প্রায় ১০ ওভারে (৯.৪) ৫০ রান তুলে ৪ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল সানরাইজার্স, তখন দলের হাল ধরেন ইয়ন মরগ্যান এবং নোমান ওঝা। দু’জন মিলে ৬৭ রানের জুটি গড়লে কেকেআরের সামনে সম্মানজনক স্কোর দাঁড় করাতে সক্ষম হয় সানরাইজার্স।
৪৩ বলে ৫১ রান করেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। ৩টি বাউন্ডারির সঙ্গে ছিল ২টি ছক্কার মারও। এছাড়া ২৮ বলে ৩৭ রান করেন নোমান ওঝা। ২টি করে চার এবং ছক্কার মার ছিল তাতে। ৮বলে ১৩ রান করেন আশিস রেড্ডি। ১২ বল খেলে ১৩ রান করেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
বল হাতে কেকেআরের সবচেয়ে সফল ছিলেন উমেষ যাদব। ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। মরনে মর্কেল নেন ২ উইকেট এবং আন্দ্রে রাসেল নেন ১টি। সাকিব আল হাসান ৩ ওভারে ১৮ রান দিয়ে কোন উইকেট পাননি।
For add
For add
For add
For add
for Add