for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ২২:৩৮:৫৪
অভিষেক ওয়ানডেতে ভারতকে কাঁপিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়েছিলেন অভিষেক টেস্টে। বাংলাদেশের কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান এবার কাঁপালেন আইপিএলমঞ্চ। ওয়ান ডে ও টেস্টের পর এবার আইপিএলে হায়দারাবাদের হয়ে অভিষেক ম্যাচেও পরপর দুই বলে দুই উইকেট নিয়ে দাঁড়িয়েছিলেন হ্যাটট্রিকের সামনে। অধরা হ্যাটট্রিক আবারও অধরা। তবে আইপিএল ক্যারিয়ারের প্রথম দুই উইকেট নিঃসন্দেহে বোলার মুস্তাফিজকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়। প্রথম উইকেটটিই যে ক্রিকেটের সর্বকালের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। পরের বলেই নিলেন আরেক ধ্বংসাত্মক উইলোবাজ শেন ওয়াটসনের উইকেট, যিনি আবার বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার। হায়দারাবাদের সবচেয়ে অসাধারণ ফিগারটিও এই বাংলাদেশীর। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে অতি প্রয়োজনীয় সময়ে সাজঘরে পাঠিয়েছেন রয়েল চ্যালেঞ্জারর্স ব্যাঙ্গালুরুর সবচেয়ে ভয়ংকর দুই ব্যাটসম্যান ভিলিয়ার্স ও ওয়াটসনকে। তাদের ফেরাতে না পারলে শেষ দুই ওভারে আরসিবির রান ২৫০ ছাড়িয়ে যেতেও পারতো! শেষ ওভারে একটা করে চার-ছয় না খেলে মুস্তাফিজের বোলিং ফিগারটা হতে পারতো আরো ঈর্ষনীয়। তবে দলের বাকি বোলাররা মিলে যেখানে ১৬ ওভারে দিয়েছেন ২০১ রান, সেখানে ২ ওভারে ২৬ রান যে অনন্য অসাধারণ পারফরম্যান্স, তা বলার অপেক্ষা রাখছে না।
সব মিলিয়ে বিস্ময়কর মুস্তাফিজ চমকে দিলেন আইপিএলকেও, থমকে গেল ক্রিকেট বিশ্ব আরেকবার মুস্তাফিজুর রহমান নামের এই ১৯ বছর বয়সী তরুনের অনবদ্য বলিং কারিশমা দেখে।
For add
For add
For add
For add
for Add